সময় এসেছে আজ নিজেকে হারিয়ে ফেলার সময় ডেকেছে নিজেকে হারিয়ে খোঁজার এলেমেলো গোলাকার সব চক্রের বাইরে নিজেকে প্রচন্ড গর্জনে ছুড়ে ফেলে দিয়ে সময় এসেছে নিজেই নিজের কেন্দ্র হয়ে নেবার তোমরা যাকে ভালবেসে ডাকো ঈশ্বর আমি যার আত্মার ভবঘুরে ,ঘুরে ঘুরে ঘুরে সময়ে এসেছে আজ নিজেকে ভুলে নিজেকে ভালবাসার তোমাকেই ভালবাসতে সময় ডেকেছে তোমার মুখের আয়নায় আনন্দে ,মাতালামী পাগলামীতে নিজের মুখের কদর্যের দিকে তাকিয়ে থাকায় সময় গেছে আজ ভালবেসে কেশে ,হেসে হালকা মিশে ( কিছুটা আউট অফ ফোকাসে ) ভালবাসা হারিয়ে ভালবাসায় আমাকে খুজে নিতে সময় এসেছে তোমাকে পেয়ে এবার তোমাকে না পাবার তোমাকে না খুঁজে পেতে তোমার পুরনো ঠিকানায় সময় এসেছে কাল মাঝরাতের ভোরে এই শহর ছেড়ে পালাবার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।