আমাদের কথা খুঁজে নিন

   

আপনি জানেন কি , আমি জানতাম না কিছু দিন আগেও

ঘাস ফুল আজকাল কোন টা ভালো এর কোন টা খারাপ বুঝা যায় না, কি বললে আস্তিক হয় ,কি বললে নাস্তিক হয় , ধর্ম নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই ,আমি জানি আমার ধর্ম অনেক মহান , কেউ কিছু বলেই ,আমার ধর্ম চলে যাবে এটা আমি মানতে রাজী নই ,কেউ যদি আমার পথে কাঁটাও বীচিয়ে দেয় তার পর ও আমি তার ভালো চাই , এটাই আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় , তবে শাহাবাগের আন্দোলন না হলে জানতে পারতাম না , আমার কত ভাগে বিভক্ত -মুসলমান , হিন্দু ,বুদ্ধ এবং আরও অনেক ,এই আন্দোলনের কারনে জানতে পারলাম ১। ব্লগ কি,(যদি ও অনেক জানেও না এখনও ) ২। আস্তিক কি ,কি করলে আস্তিক হয় ,কোথায় হতে আস্তিকতের উত্তপতি ৩। নাস্তিক কি, কারা নাস্তিক হয় (শাহাবাগ গিয়েও নাস্তিক হওয়া যায়, না গিয়ে ও নাস্তিক হওয়া যায় ) ৪। ক্ষমতায় থাকতে হলে কি করা উচিত ( এই ব্যাপারে এরশাদ অনেক এগিয়ে , যে দিকে কিছু পাওয়ার আশা সেই দিকে তিনি ) ৫।

কিছু রাত জাগা পাখি ,যারা সারা দিন যত .... কি করেন বলবনা ,বুঝে নিন ,আর কিছু আছে জনপ্রিয় হবার জন্য অনেক বাজে বকেন ৬। হেপাজত নামের নতুন দলের আগমন (এরা আবার ১৩ দফার অধিকার নিয়ে আছে ,যারা মানবে বা ক্ষমতায় থাকতে চাইবে ,তাদেরই মানতে হবে,না মানলে কথা নাই ,তারা নাস্তিক ) ৭। সুন্নাত ওয়াল জামাত নুতুন দলের আগমন(এদের কথা হেপাজত নাস্তিক ) ৮। বি,ন,পি এর কথা বুঝতে পারি না, তারা কোন দিন হেপাজতের সাথে আবার কোনদিন হেপাজতের সাথে না , ৯। সরকার সব দিকেই আছে ,যে দিকে টান বেশি।

তারা সেই দিকেই মনোযোগ বেশি ১০। জামাত নিয়ে কিছু বলার নাই ( জনগনই ভালো জানে) যাই হোক, আমি ও অনেক কিছু জানতাম না, কিন্তু প্রতিদিন আট -দশ টা পেপার পড়ে ,আমার জানার সীমানা দিন দিন বাড়ছে । পড়ুন আপনার প্রভুর নামে ,যিনি আপনাকে জীবন দান করেছেন , হানাহানি নয় ,ভালবাসাই পারে সকল দুর্যোগ দুর করতে , ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.