আমাদের কথা খুঁজে নিন

   

দেশের মানুষ অভাবে নাই................। কেও গরিব না..................।

সেফ তো হলাম ....আপাতত কোন কিছু চাওয়ার নাই...। কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ্ সেতু থেকে দুই সন্তানকে পদ্মা নদীতে ছুড়ে ফেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চালিয়েছেন এক দিনমজুর বাবা। ছেলেমেয়েদের ঈদের জামার বায়না মেটাতে না পেরেই এ কাজ করেছেন দাবি করেছেন তিনি। গত শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে দিনমজুর আব্দুল মালেককে পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। গত শুক্রবার সকালে শিশুদের পদ্মায় ছুড়ে ফেলেন মালেক।

নিখোঁজ শিশুরা হচ্ছে, ৫ম শ্রেণীর ছাত্রী মুন্নি (১০) ও মানছুর (৫)। এদিকে, নিখোঁজ শিশুদের মা মমতাজ খাতুন সন্তানদের হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে ভেড়ামারা মডেল থানায় মামলা করেছেন। কান্নাজড়িত কণ্ঠে মমতাজ সাংবাদিকদের বলেন, “অকর্মা স্বামী মালেক দুই সন্তানকে নদীতে ফেলে হত্যা করেছে। ”ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ গ্রামের দিনমজুর আব্দুল মালেক স্বীকারোক্তিতে বলেছেন, দারিদ্রের কারণে সন্তানদের ঈদের পোশাকের ও সংসারের অন্যদের নানা বায়না মেটাতে না পেরে এ ঘটনা ঘটিয়েছেন। শুক্রবার সকাল ১০টায় চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে দুই সন্তানকে নিয়ে বের হন মালেক।

এরপর ভেড়ামারা থেকে পাকশীগামী ভটভটিতে চড়ে লালন শাহ সেতুর মাঝখানে নেমে পড়েন। এরপর প্রথমে মেয়ে মুন্নিকে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেন। এ সময় দৃশ্য দেখে পাঁচ বছরের শিশু মানছুর দৌঁড় দেয়। কিন্তু তাকে ধরেও নদীতে ছুড়ে মারেন মালেক। এরপর নদীতে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা চেষ্টা করেন বলে পুলিশের কাছে জানিয়েছে আব্দুল মালেক।

কতটা খারাপ পরিস্থিতি হলে একজন বাবা এমন করতে পারে সেটা সবাই বুঝতে পারতেছে। আর আমাদের মন্ত্রীরা বিদেশে যেয়ে বলেন, দেশের মানুষ নাকি কোন অভাবে নাই। কোন গরিব নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.