আমাদের কথা খুঁজে নিন

   

তুমি হীনা আমি তোমাকে দিলাম

‘‘তোমাকে দিলাম’’ তোমাকে দিলাম পুর্ণিমা রাত, এক ফালি চাঁদ, ছায়া পথ সপ্তর্ষি মন্ডল, অজস্র তারা থেকে শুকতারাটা আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম সাগরের ঢেউ, গভীর ঝিনুকের মুক্তা, মাঝিদের গান, মাছেদের খেলা, নিজ হাতে মালা গেথে আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম গোধুলী লগ্ন, শিশিরের শব্দ, কুয়াশা ভরা সকাল, মিষ্টি রোদ্র, স্নিগ্ধ বিকাল টা আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম মাছরাঙ্গার ডালে বসে মাছ শিকারের দৃশ্য, দুর আকাশের সাদা মেঘ ঠেলে সাদা বকদের উড়ে চলা, সাদা কাশফুলের মালা আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম কয়েকটি শব্দ, তার একটি ভালবাসা, আর একটি স্বাধীনতা, আর একটি বিশ্বাস, আর একটি গবেষণা আমি তোমাকে দিলাম।

তোমাকে দিলাম তোমার স্বপ্ন দেখা সেই ফুটফুটে বাবুর হাসি, তার মা বলে ডাক, তার হামাগুড়ি, তাকে নিয়ে যত স্বপ্ন আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম মায়ের বুক ভরা আশা, কি টান তার তোমাতে, বাবার মন খুলে বলা তোমাকে নিয়ে না দেখা সবার ভালবাসা, আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম আমার প্রচেষ্টা, আমার ছুটে চলা, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বিশ্বাস করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম অনেক দিনের জমান ভালবাসা, পরিক্ষীত মন, তোমাকে বুঝি, ভালবাসিও মন দিয়ে, মনকে জানার ভার আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম নীল পদ্ম, লাল শাপলা, সাদা গোলাপ, বট বৃক্ষের ছায়া, কৃষ্ণচুড়ার ফুল, রাখালের বাশির সুর, আমি তোমাকে দিলাম।

তোমাকে দিলাম দু ফুটা চোখের জল, যা চির বহমান, এ যে আমার প্রাপ্য, এ আমার শাস্তি এ গুমরে মরা মনটা আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম একটি গবেষণাগার, তার যন্ত্রপাতি, ক্লান্তিতে কফি, শ্রান্তিতে ভালবাসা, অদ্ভুত নয় বাস্তবমুখি স্বপ্ন আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম তোমার জন্য তৈরী আমার বাগানের সব ফুল, মন খুলে বলার মতো মন, সংকীর্ণতা হীন দৃঢ়তা আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম এটা বুঝতে যে, আমি প্রতারণা করিনি আমি তোমাকে ভালবাসি, অনেক অনেক আমাকে ভালবাসার দায়িত্ব আমি তোমাকে দিলাম। তোমাকে দিলাম আকাশের নীল সীমানা যেখানে আমি তোমাকে দেখি।

তোমার আকাশের সব রং যেখানে তুমি আমাকে দেখ আমার অদেয়া সব আমি তোমাকে দিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।