আমাদের কথা খুঁজে নিন

   

তুমি হীনা স্বপ্ন স্মৃতি

তুমি নাই তাই এখনো স্মৃতি কড়া নারে মনের মাঝে তুমি নাই তাই শূন্য লাগে জীবনটারে ? একলা থাকি আনমনে আসবে কখন সেই নীড়ে স্মৃতি গুলো একা একা সাত রং এর ছাবি আঁকে। মনের মাঝে কল্পনাতে জড়িয়ে রাখি সেই তোমাকে যখন ছিলাম মিলেমিশে হারিয়ে যাওয়া কৈশরে। এখন তুমি অনেক বড় বুঝতে পার সবকিছু নিজের মাঝে লুকিয়ে রেখে দুঃখ বাড়াও আর কিছু। মনের সাথে পাল্লা দিয়ে যাচ্ছে সময় শেষ হয়ে আসবে বলে আসলেনা তাই বুঝতে পারিনা কোন কিছু ? খেয়ালি মনের স্বপ্নগুলো হারিয়ে যাবে জীবন থেকে এখানেই যদি শেষ হয়ে যাই থাকবে শুধু স্মৃতি হয়ে রাখব তোমায় আপন করে স্বপ্ন হারা স্মৃতির মাঝে থাকবে তুমি আপন হয়ে ছট্ট মনের কুঠি ঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।