তুমি হীনাআকাশ শূন্য
তুমি হীনা পাখির সুর হারিয়ে যাওয়া
তুমি হীনা সূর্যের আলো কালো
তুমি হীনা মানে আমার কপালের টিপ না থাকা
তুমি হীনা মানে অনন্ত কাল তোমার আসায় চেয়ে থাকা
তুমি হীনা মানে কষ্টের বন্ধু হওয়া
তুমি হীনা মানে তোমার কন্ঠ কে শ্রবন করা
তোমার দুষ্ট প্রকৃতি কে মনে করা
তোমার মায়া মায়া চোখের দৃশ্যে হারিয়ে যাওয়া
তুমি হীনা মানে নিজেকে হারান
তুমি সাথে মানে, মনে নতুন কৌতুহল জাগা
তুমি সাথে মানে, আমার আঁচলের সঙ্গি হওয়া
তুমি সাথে মানে, জলের ঢেউ শান্ত করা
তুমি সাথে মানে, কোকিলের ডাক আরও মধুর হওয়া
তুমি সাথে মানে, বসন্তের প্রজাপতি'কে ভালবাসা
তুমি সাথে মানে, ঠান্ডা বাতাসের ভিন্ন অনুভুতি
তুমি সাথে মানে, মনে দোলা লাগানো
তুমি সাথে মানে, তোমার আওয়াজের প্রতিধ্বনি হওয়া
তোমার হাত না ছেড়ে দেওয়া
তোমার চিরজীবন জয় করা
তুমি সাথে মানে আমার প্রানের উদ্ধার করা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।