১৯ আগস্ট রোববার আমেরিকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কসহ প্রায় ২ হাজার মসজিদ ও খোলা মাঠে ঈদ জামাত হয়েছে। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে জ্যামাইকা স্কুল মাঠে।
আবহাওয়া ভালো থাকায় ঈদের দিন সকাল থেকে ছোট বড় সবাই পাঞ্জাবি পায়জামা পড়ে জামাতের উদ্দ্যেশে আসতে থাকে। অধিকাংশ ঈদ জামাত কানায় কানায় ভরা ছিলো।
কোন কোন মসজিদে দুই-দিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি জামাতেই কয়েক হাজার বাংলাদেশী ও অন্যান্য ক্যুমিউনিটির উপস্থিত ছিলেন।
সকাল ৯ টায় নিউ ইয়র্কে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুইন্সের জ্যামাইকা স্কুলের খোলা মাঠে। এ জামাতে অংশ নেওয়ার জন্য নিউ ইয়র্ক ছাড়াও অন্যান্য স্টেইটে থেকে মসল্লিরা আসেন। জ্যামাইকার জামাতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. একে.এম আব্দুল মোমেন।
এ জামাতের ইমামতি করেন ইমাম আবু জাফর বেগ।
সকাল ৮ টায় ওজনপার্ক এলাকার বায়তুল মামুর মসজিদের উদ্যোগে ইউক্লিড আর গ্ল্যান্টমোর এভিনিউর মাঝখানে খোলা রাস্তায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা দেলওয়ার হোসেন। নামাজ শেষে বাংলাদেশে ক্যুমিউনিটির উদ্দ্যেশে এ্যসেম্বলী ম্যান কংগ্রেস প্রার্থী হাকেম জাফরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এজামাতে প্রায় ৫ হাজার মসল্লি অংশ নেন।
এলাকায় বায়তুল ফর্বেলর বায়তুল আমান মসজিদের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় খোলা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।
একই সময় নিউ ইয়র্কের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারে। এ জামাতে প্রায় ৮ হাজার মসল্লি নামাজ আদায় করেন।
এছাড়া সকাল ৯টা ৩০ মিনিটে ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ব্র্ঙ্কসের মসজিদ আল কোবা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে (৩৭ এভিন্যু ও ব্রডওয়ের মধ্যবর্তী) জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) প্রথমবারের মতো আয়োজন করছে। এখানে সকাল ৯:৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার অ্যান্ড মসজিদের উদ্যোগে ঈদের জামাত খোলা আকাশের নিচে আদায় করা হয়। জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট রোজভেল্ট এবং ৪১ এভিনিউর মাঝে এই ঈদ জামাত সকাল ৯টায় হয়।
মসজিদ আবু হুরায়রার উদ্যোগে রোববার ঈদের উদ্যোগে খালা মাঠে (৭৭-৭৮ স্ট্রিট ও নন্দান ব্লুবার্ড) জামাত অনুষ্ঠিত হয়।
উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে ঈদের তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এলমহার্স্ট মুসলিম সেন্টারের (মসজিদ বাইতুর রিদওয়ান) ব্যবস্থাপনায় এলমহার্স্ট হাসপাতালের সামনের পার্কের খোলা মাঠে (৭৯ স্ট্রিট, উডসাইড এভিনিউ) সকাল ৯টায় হয়। ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে খোলা আকাশের নিচে ঈদের একটি জামাত সকাল ৯টায় হয়।
জ্যামাইকা দারুস সালাম মসজিদে ঈদের তিনটি জামাত হয়। সকাল ৯ টায় ম্যানহাটানের আসসাফা মসজিদে ঈদের একটি জামাত হয়।
এস্টোরিয়ার আল আমিন মসজিদের ঈদ জামাত হয় মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটে। ব্রঙ্কসের ‘নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে উইলিয়ামবার্গ রিসোরভার ওভাল পার্কে সকাল ৮টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও পার্কচেষ্টার জামে মসজিদে ঈদের দুটো জামাত হয়।
নিউ ইয়র্কে মুসলমানদের ঈদ উদযাপন জন্য পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। সকাল থেকেই ঈদের জামাতের আশ পাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়।
এছাড়াও বিভিন্ন স্থানে পার্কিয়ের ব্যবস্থা করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।