আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকায় এক বছর!

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

গত ১৪ই সেপ্টেম্বরে আমার আমেরিকায় আসার এক বছর পূর্ণ হলো। খুব ইচ্ছে ছিলো ঐদিনই আমি একটা মেসেজ পোস্ট করবো, কিন্তু ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি। আমেরিকায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা মিশ্র, ভালোলাগা আর মন্দলাগার মতো দুটো বিষয়ই আমার অভিজ্ঞতায় রয়েছে। তবে সব মিলিয়ে বলবো, আমেরিকা একটা সুন্দর দেশ, জীবন-যাপনের জন্যে এর চেয়ে ভালো জায়গা খুব বেশী একটা আছে বলে আমার জানা নেই। তবে এখানকার জীবন-যাত্রার মান একটু ব্যয়বহুল হলেও সুবিধা অনেক।

এখানকার সমাজের সব শ্রেণীর মানুষকেই কাজ করতে হয়। বলা চলে, বেঁচে থাকার জন্যে বেশ সংগ্রাম করতে হয়। আমারতো মনে হয়, সুযোগ থাকলে আমাদের বাংলাদেশের সব যুবক, তরুন-তরুণীর এখানে এসে কমপক্ষে এক দুই বছর কাটানো উচিত। তাতে করে জীবন সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হবে বলে আমি মনে করি, যেটা তাদের পরবর্তী কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে বেশ কাজে আসতে পারে। এখানে সবকিছুতেই অসম্ভব প্রতিযোগীতা কাজ করে।

এসব কথাই আমার ব্যক্তিগত অভিমত, কোন উপদেশ নয়। খুব মনে পড়ছে, ঠিক এক বছর আগের কথা। যেদিন আমি আমেরিকায় আসার জন্যে রওনা হলাম, তার আগেও আমি মেসেজ পোস্ট করেছি। এই সাইটটির অনেকেই আমাকে অভিনন্দন আর শুভ কামনা জানিয়ে মন্তব্য করেছিলেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

সুনির্দিষ্ট কারো নাম উল্লেখ করে অন্যকে ছোট করতে চাইছিনা। আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় আমি ভালো আছি। আমার জন্যে দোয়া করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।