পরিশ্রমে সার্থকতা খুজেঁই চলছি। অনেক দিন পর আজ দুপুর ২ টায় বিটিভি-তে দুপুরের খবর দেখে যা বুজতে পারলাম দেশের কোথাও কোন সমস্যা নেই। মানুষ খামখা খামখা সকরকারকে দোষারোপ করে। আসলে বিটিভি সত্যি সরকার প্রিয় একটি চ্যানেল বটে। এরা ঠিক যেন ধনীর ছেলের স্বার্থপর প্রেমিকার মত। বোধগম্য হচ্ছে না আমরা কেন ভাল-মন্দ দু'টি দিকই সমানভাবে আলোচনায় এনে একটি সুন্দর আগামীর পরিকল্পনা গ্রহণ করি না। আবার দেখা যায় স্যাটেলাইট চ্যানেলসমূহ সরকারের ব্যর্থতা নিয়েই অস্তির, আরে বাবা তারা সামান্য কিছু হলেও ভাল কাজ করে না-কি? সেটাও প্রচার করা উচিত। মদ্দা কথা বিটিভির মতো যদি তৈল মর্দন করতে পারতাম তাহলে হয়তো জীবনে কোন দুঃখ থাকতো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।