আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতে ইসালাম আর লালদীঘির মহাসমাবেশ

প্রকিত হুজুর আর পুঙটা হুজুর চিনার আমার নিজস্ব কিছু পদ্ধতি আছে । 1 - তাদের মাথায় কয়তলা টুপি ? 2 - জামা কত রঙ্গে রঙ্গিন ? 3 - জামা কত সুন্দর করে ডোলা মাজা করা ? 4 - টুপি কত চিক চিক করে ? এর সব গুলারে গতকালের লালদীঘির মহাসমাবেশে প্রয়োগ করেন । কি বুঝাইতে চাইছি বুইঝা যাবেন । মহাম্মাদপুরে শুক্রবার হেফাজতের সমাবেশ জাতীয় কিছু একটা ছিল । ঠিক মনে নেই ।

কিন্তু সেইখানে অতিথি হিসেবে যারা ছিল তাদের নিয়া প্রশ্ন তও দুরের থাক আঙ্গুল তাক করার সুযোগ নাই । হেফাজতে ইসলাম তেরোটা দাবী করছে । হয়তো সবগুলা বাস্তবায়িত হবে না । কিন্তু সেগুলো যে ইসলামিক এই সম্পর্কে কারো কোন দ্বিমত থাকা আসলেই দুঃখের । শাহবাগ থেকে অনেকেই বলেন হেফাজত কেন জামাত শিবিরের নিষিদ্ধের দাবী করে না ?? আমি বলি কি , কাদের মল্লার ফাঁসি চাইয়া আমরা যখন আন্দোলন করি ।

তখন বিএনপি বলছিল পদ্মা সেতুর দুর্নীতি , তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলতে তখন শাহবাগের নেতৃস্থানীয়রা বলেছে , বাংলা পরীক্ষার দিন বাংলা পরীক্ষা দেয়ার কথা । যদিয় এখন তারা সব পরীক্ষা এক সাথে দিতেছে। জাউকগা । তাহলে আপনারা কিভাবে আশা করেন জাদে ছাত্ররা আমাদে নামায পড়ায় , আমরা যাদের কাছে ইসলাম সম্পর্কে জানতে যাই , যাদের ইসলাম বিষয়ে জ্ঞান সর্বাধিক । তারা সব পরীক্ষা এক সাথে দিবে ?? আমার বাসার এক স্যাররে আমি আমার রাজনীতি করার ইচ্ছা বলার পড় স্যার বলছিল রাজনীতি যে কি পরিমাণ খারাপ টা তুমি জানো না ।

এখন বুঝতেছি । একদল ধর্মকে নিয়ে ব্যবসা করে , আরেকদল ধর্ম নিরপেক্ষতাকে নিয়ে । আর এখন রাজনীতির কারনেই ধর্মের মধ্যে পেজগি লাইগা গেছে । দুই রাজনৈতিক দল মাইর পিট কইরা সব শেষ হইয়া গেলেও খুব বড় গোলযোগের সৃষ্টি হবে না যতটা না একই ধর্মের দুই গ্রুপের মধ্যে গণ্ডগোল লাগলে হবে । আর ইসলামিক ফাউন্ডেশনের নাম মুখেও আইনেন না ।

বেলি ডান্স মাইরা শেভ কইরা হিন্দু হইয়া যাইব ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.