আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতে ইসলাম, না হেফাজতে রাজনৈতিক ইসলাম?

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান আজ শনিবার বিবিসি সংলাপে দর্শকদের একের পর এক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। উত্তরে তিনি বলেছেন, ইসলামের শিক্ষা সম্পর্কে সবাই অবহিত নন বলেই এ ধরনের প্রশ্ন উঠছে।
রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একজন দর্শক প্রশ্ন করেন, ‘যদি ৯০ ভাগ মানুষ ১৩ দফার সঙ্গে একমত হয়, তাহলে হেফাজতে ইসলাম কেন নির্বাচনে যায় না’, ‘হেফাজতে ইসলাম, না হেফাজতে রাজনৈতিক ইসলাম’?, ‘ইসলাম ধর্মের রক্ষক কে? আল্লাহ, না হেফাজতে ইসলাম?’ হেফাজতে ইসলামের সমাবেশে নারী প্রতিনিধি নেই কেন’, ‘হেফাজতে ইসলামের সমাবেশে কেন নারী সাংবাদিকের ওপর নির্যাতন করা হলো’ ইত্যাদি।
জবাবে জাফরুল্লাহ খান বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। কোরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে দফাগুলো ঠিক করা হয়েছে।

তাই তাঁদের বিশ্বাস, দেশের ৯০ ভাগ মানুষ তাঁদের দাবির সঙ্গে একমত। নির্বাচনে যাওয়ার প্রয়োজন আছে বলে তাঁরা মনে করেন না বলেও জানান জাফরুল্লাহ।
সংলাপের সঞ্চালক আকবর হোসেনের প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, হেফাজতে ইসলামের পাশাপাশি গোটা জাতি ব্লগারদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তাই বিএনপি তাদের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, হেফাজতে ইসলামের দাবি সম্পর্কে প্রধানমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন।

তাদের উচিত হবে অবরোধ প্রত্যাহার করে আলোচনায় বসা।
সংলাপের নির্ধারিত আলোচক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসেন বলেন, হেফাজতে ইসলামের উচিত হবে জনমত যাচাই করা। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.