লিখতে চাই অনেক কিছু, কিন্তু কি লিখব। কত যে কথা ছিল মনের মাঝে, আজ এ অসময়ে বুকের মাঝে শুধু বাজে। যাবোই চলে হারিয়ে আমি মহাকালের গর্ভে। অসীম অর্থহীন পথচলা নাকি নতুন স্বপ্নের জাল বোনা। যারা বাংলাদেশকে ভালোবাসে এবং পোড়ামন দেখেছেন কিংবা বাংলাদেশের চলচ্চিত্রের বিকাশ প্রত্যাশা করেন তাদের কাছে অন্তত দু'মিনিট সময় চাচ্ছি।
আমাদের এই দেশ বাংলাদেশ। যখন এদেশের কোন ভালো সংবাদ শুনি মনটা আনন্দে উদ্বেলিত হয়। মন ততটাই পীড়িত হয় যখন এমন কোন সংবাদ শুনি যেটা দেশের জন্য কল্যাণকর নয়। ভালোবাসি বাংলাদেশ ভালোবাসি।
পোড়ামন চলচ্চিত্র নিয়ে কিছু সমালোচনা শুনলাম।
এর প্রেক্ষিতে আমার মন্তব্যই মূলত এই পোস্টের বিষয়বস্তু।
লেখার প্রথম দিকে বুঝতে একটু অসুবিধা হতে পারে কারণ, এটা মূলত একটা মন্তব্য। লেখার ভিতরে যেতে থাকলে ক্রমান্বয়ে বিষয়গুলো পরিষ্কার হতে থাকবে।
১। ফেসবুকে মেহদি হাসান কে খুঁজে পাইনি।
লিংক দিলে ভালো হয়।
২। হিন্দি রিমেক তৈরী হচ্ছে যেটা প্রডিউস করবে Fox Star Studios যারা My Name is Khan প্রডিউস করেছিল।
৩। ছবি এবং এর কলাকুশলীদের অনেকেই পুরস্কৃত হয়েছিল।
৪। পোড়ামনের ঘটনার ঘনঘটার সাথে হুবুহু মিলে যায়
তবে লেখার শেষ প্যারার জন্য আমার মন্তব্যের বাকি অংশ পর্যন্ত আমি লেখককে তুমি সম্বোধন করব। তুমি সম্বোধন ব্লগে আমার একটা কঠিন প্রতিবাদের ভাষা। আজকেই এটা আবিষ্কার করলাম। এবং এই মাত্র এর প্রয়োগ শুরু করলাম।
গালির বিপরীতে তুমি ব্যবহার মন্দ হবেনা বলেই মনে হয়।
১। বাংলাদেশ কোনভাবেই ভারতের কোন অঙ্গরাজ্য নয়। এই ব্যাপারে অনলাইনের সকল সিনেমা বোদ্ধা ও রিভিউয়ারদের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।
একথার মানে কি? এর মানে যদি ভালো তথা স্বকীয় সিনেমা বানানোর জন্য বলা হয় তবে আমার কোন কথা নেই।
তবে অন্য কিছু হলে সেটা জানতে চাই।
২। আগেই বলেছি, সিনেমার ঘনঘটা প্রায় একই রকম, কিন্তু পোড়ামনের
ক। চিত্রায়ণ ও দৃশ্যায়ণ
খ। গানের কথা, সুর, গায়িকার আবেগ সাথে নায়িকার অভিনয়
গ।
মাত্র দ্বিতীয় ছবিতেই সাইমনের হৃদয় ছোঁয়া অভিনয়
ঘ। মিলনের এক্সিডেন্টের অনন্য উপস্থাপন, ভাই বলে সাইমনকে জড়িয়ে ধরার দৃশ্য
ঙ। সাইকেলের চেন ছিড়ে যাওয়ার পর সাইমনের করুন চাহনি
চ। পরীর হাত পুরে যাওয়ার পর সাইমন পরীর পরস্পরের প্রতি চেয়ে থাকা
ছ। শিশু শিল্পীদের অসাধারণ সাবলীলতা
জ।
জ্বলে জ্বলে জোনাকি গানে জোনাকি'র ইফেক্ট
ঞ। শিল্পীদের পোশাক, সংলাপ কিছুই কি ব্যতিক্রম হয় নি
ট। গান গুলো তো আর কপি-পেস্ট করা হয়নি।
ঠ। সাইমন-পরীর চোখ জুড়ানো ভালোবাসা কিছুই কি চোখে পড়ল না
ড।
সব কিছু বাদ ও যদি দেই শুধু
পোড়ামন পোড়ামন তোর প্রেমে পোড়ামন
দিবানিশি এ মনে এমনি দহন
মুখে যায়না কহন বুকে যায়না সহন
ভালো লাগে তোর এই পিরিতি
এই পিরিতে মরণও মেনে নেব
শুধু মরণকালে তোকে প্রাণহীন দেহ মাঝে এনে নেব
এ পারে ওপারে দুপারে হব আপন
পোড়ামন পোড়ামন তোর প্রেমে পোড়ামন
দিবানিশি এ মনে এমনি দহন
মুখে যায়না কহন বুকে যায়না সহন
ভালোবাসি তোকে ভালোবাসি
বিধাতা জানে তা কতখানি
বুঝি বিধাতার অন্তরে ভালোবাসা রয়েছে যতখানি
আঁধারে আলোতে তোকে নিয়ে দেখি স্বপন
পোড়ামন পোড়ামন তোর প্রেমে পোড়ামন
দিবানিশি এ মনে এমনি দহন
মুখে যায়না কহন বুকে যায়না সহন
এই গানের জন্যই পরিচালক ও সংশ্লিষ্ট সকলকে অসংখ্যবার ধন্যবাদ দেয়া যায়।
সমালোচনা করা ভালো, তবে সমালোচনা মানে শুধু বিরোধীতা নয়, ভালো দিকগুলোর প্রতি দৃষ্টি দিলে সমালোচনা সার্থক হয়।
আর আমরা কপি-পেস্ট সবাই করি। যেমন তোমার শেষ প্যারায় তুমি যে স্ল্যাং ব্যবহার করেছ, সেটা তোমার নিজের ভাষা না, নিজের ভাবও না, কপি পেস্টকে হয়তো কিছুটা নিজের মত করে নিয়েছ।
কপি-পেস্ট করলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়, যদি সেটাকে যদি সঠিকভাবে উপস্থাপন করা যায়।
আমীর খানের বিখ্যাত 'থ্রি ইডিয়টস' সম্পর্কেও কপি-পেস্টের অভিযোগ পাওয়া যায়, তাই বলে কি এটা বিখ্যাত হয়নি। বিষয়টা হচ্ছে উপস্থাপনের। তাই বলছি গালি দেয়ার আগে একটু ভেবে নেবে। ভাল মন্দ সবদিক বিবেচনায় রাখবে। আমাদের চলচ্চিত্র শিল্প ভয়াবহ প্রতিকূলতার সাথে লড়াই সংগ্রাম করে এখনো টিকে আছে এটাই একটা আশ্চর্য বিষয়।
বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্রের সাথে যারা আমাদের চলচ্চিত্রের মানের সাথে তুলনা করে তাদের প্রসংগে বলছিঃ
অনেকে আমাদের চলচ্চিত্রের বাজেটকে চলচ্চিত্রের দূরাবস্থার একটা কারণ হিসেবে উল্লেখ করেন। কিন্তু আমি মনেকরি এর চেয়ে বড় কারণ হচ্ছে অন্যান্য দেশে চলচ্চিত্র শিল্পে যেরকম সুযোগ-সুবিধা থাকে তার প্রায় কিছুই আমাদের নেই। চলচ্চিত্র ফ্লপ করলেও তার ক্ষতি পুষিয়ে নেয়ার যে সুযোগ থাকে তা আমাদের দেশে কল্পনাও করা যায়না। একজন পরিচালককে নতুন কোন সিনেমাতে হাত দেয়ার আগে এমন অনেক কিছুই বিবেচনায় রাখতে হয় যেটা অন্য দেশে করতে হয়না। যে খরচে বিদেশি ছবিগুলো তৈরী হয়, তারচেয়ে অনেক কম খরচে প্রায় তার সমমানের সিনেমাই এদেশে তৈরী করা সম্ভব যদি এ শিল্পের ওপর থেকে ষড়যন্ত্রের কালো চাদরকে সরিয়ে দেয়া যায়।
ভাবতে অবাক লাগে, একটা শিল্পকে প্রায় মৃতপ্রায় রাখার ষড়যন্ত্র চলছে বছরের পর বছর ধরে, আর আমরা কেবল সমালোচনাই করে যাচ্ছি। সমালোচনার আগে আমাদের উচিত লজ্জায় কয়েকবার মাথা নিচু করা অথবা নিজের অপারগতা অক্ষমতার কারণে দু'চোখের অশ্রু বিসর্জন দেয়া।
আরো অনেক দিকই বোধহয় বাদ পড়ে গেল। ছবিগুলো দুয়েকদিনের মধ্যেই হয়তো দেখব। তারপর আরো কিছু মন্তব্য আসতে পারে।
ও আরেকটা কথা, আমার লেখা পড়ে আমাকে পোড়ামন বা এর সাথে সংশ্লিষ্ট কোন কিছুর সাথে সম্পৃক্ত মনে করার কোনই কারণ নেই। স্রেফ বাংলাদেশের আরো অসংখ্য সাধারণ মানুষের মত মনে করলেই খুশি হব।
বালক ভালো থেকো
বেকার যুবক
I want to live for my country. If I cannot, I don't want to live anymore.
জনৈক বালক৪২০ এর লেখায় করা মন্তব্য।
পোড়ামন ছবির কান্ড কাহিনি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।