আমাদের কথা খুঁজে নিন

   

পোড়ামন দর্শকের জন্য তৈরি ছবিঃ

পোড়ামন ছবিটি আমি দুইবার হলে গিয়ে দেখেছি। আমি এই ছবির একজন ভক্ত হয়ে গেছি। আমার কাছে ছবিটি অসাধারণ হয়েছে। এটার ফিনিশিং এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এরকম ফিনিশিং খুব কম বাংলা ছবিতে আছে।

আমি খুব আশাবাদী বাংলাদেশী ফিল্ম একটা ভালো অবস্থানে খুব শীঘ্রই পৌঁচ্ছে যাবে। ছবিটির ফটোগ্রাফির কাজ অনেক সুন্দর। ক্যামেরার কাজ অবশ্যই প্রশংসনীয়। তবে ছবিটির আর্ট ডিরেক্শানের কাজ খুব একটা ভালো হয়নি। অভিনয় ভালো হওয়ার দরকার ছিল।

আনিসুর রহমান মিলন খুব ভালো অভিনয় করেছে। মাহিয়া মাহি ও সাইমনের আরো ভালো অভিনয় করার দরকার ছিল। পরিচালকের আরও যত্ন নিয়ে ছবিটি করতে হত। ছবিটির যে ফিলোসফি এটা আরও বেশি ধারণ করলে এটা আরও ভালো হত। দর্শক ছবিটা ভালোভাবে গ্রহণ করেছে।

পোড়ামন ছবিটির প্রত্যেকটি গান অসাধারণ। খুব ভালো। মেইন স্ট্রিমের ফিল্মগুলো বানিজ্যিক চিন্তাভাবনা থেকে তৈরি করা হয়। পোড়ামন ছবিটিও এভাবে তৈরি। এজন্য ছবির শট সিলেক্শানগুলো এরকম হয়েছে।

কিছুটা ওভার এ্যাক্টিং, কিছুটা বেশি বেশি। আসলে এসব দেখেই আমাদের মতো দর্শকদের ভালো লাগে। আমরা যারা বাংলাদেশী ফিল্ম শুনলে নাক শিটকায় তারা সত্যিই চিন্তাভাবনার দিক থেকে অন্যরকম অবস্থানে আছে। তারা সেটা নিয়েই থাক। ছবি হবে জনগনের জন্য।

দর্শকের জন্য। আমার দৃষ্টিতে পোড়ামন দর্শকের জন্য তৈরি ছবি। এই ছবি দেখলে দর্শক উপভোগ করে, হাসে, কাঁদে। এটাই এই ছবির পরিচালক ও অন্যান্য সবার সফলতা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।