আমাদের কথা খুঁজে নিন

   

দেশের প্রধান মিডিয়াগুলো এসব গৌরবময় বিষয়সমূহ এড়িয়ে যাওয়ার কারণটা অজানা !

কাঁঠাল পাকুক আর নাই পাকুক আজ জ্যৈষ্ঠ মাস , গরমে করি খালি হাঁসফাঁস খবরে আসছে, ১১ বছর বয়সেই বাবা হয়েছে নিউজিল্যান্ডের এক কিশোর !!! ... খবরে আসে না, ৫ বছরের শিশু কোরআনে হাফেজ হয়ে যায়- তাফসির করে, মিশরের ১০ বছরের শিশু কোরআন শরীফ- সিহাহ সিত্তা - তাফসিরে জালালাইন মুখস্ত ।। ... আমরা খবর পাই,বিস্ময় বালক কার্ল উইটের , যে নয় বছরে বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করে চৌদ্দ বছর বয়সে ডক্টরেট ডিগ্রী নিয়ে ফেলেছে । খবর পাই, জন স্টুয়ার্ট মিল যে তিন বছর বয়সে রপ্ত করেছিল গ্রিক ভাষা ।। ... কিন্তু তার চেয়েও আশ্চর্যের ব্যাপার যে আমরা খবর পাই না, বাংলাদেশেরই ৬ বছর বয়সী হাফেজা ফারিহা তাসনিম জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম হয় !! . . . . . .POST COURTESY: A N Faisal Ahmed ** দেশের প্রধান মিডিয়াগুলো এসব গৌরবময় বিষয়সমূহ এড়িয়ে যাওয়ার কারণটা অজানা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.