আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সরাসরি বিকৃতি

ভালো নেই । এই বছরটা মনে হয় খারাপের মধ্যেই যাবে । নেটে সার্চ দিয়ে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ সমন্ধে একটু গভীরভাবে জানতে চাইছিলাম । কে জানে যে এই রকম একটা ভয়াবহ তথ্য পাবো । হ্যা ভয়াবহই বটে ! এক জায়গায় তথ্য দেওয়া হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশ আর পাকিস্থান যুদ্ধ নয় যুদ্ধ হয়েছে পাকিস্থান আর ভারতের সাথে ! ( ছবির লাল বক্সে খেয়াল করুন ) প্রমান জানতে এই লিংক দেখতে পারেন এটা গুগল সার্চ একটু নিচে গেলেই পাবেন এখন প্রশ্ন হচ্ছে - এটা কে করল আর কোন উদ্দেশ্যেই করল ? আমাদের কি কিছুই করার নেই এর বিরুদ্ধে ? এভাবেই হয়ত আস্তে আস্তে আমাদের গৌরবোজ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়ে যাবে ।

রাজাকার হবে মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধ হবে পাকিস্থান আর ভারতের যুদ্ধ ! এমনিতে আমাদের মুক্তিযেুদ্ধের ইতিহাস অনেক বিকৃত হয়েছে । অনেক রাজাকার মুক্তিযোদ্ধা সেজেছে । এগুলো সবাই সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে । এখন এক পক্ষ কাজ করছে ইতিহাসকে এমন ভাবে বদলে দিতে যে পৃথিবীর সব মানুষ যাতে ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে জানে ভারত এবং পাকিস্থানের যুদ্ধ হিসেবে । বর্তমানে বাংলাদেশ সরকার রাজাকারদের বিচারের কাজ হাতে নিয়েছে ।

কিন্ত প্রশ্ন হল এই রকম ইতিহাস বিকৃতি যদি বন্ধ না করা হয় তবে কিভাবে মানবতাবিরোধি বিচার কাজ সুষ্ঠুভাবে হবে । অবাক হতে হয় যে মানুষ কতটা নীচে নামতে পারে । এই ধরনের ইতিহাস বিকৃতির পেছনে আমাদের দেশীয় কিছু কুকুর জড়িত । মানবতাবিরোধি বিচারের সাথে সাথে এদের বিচারও করতে হবে । যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে কাজ করছে ।

আসুন এদের বিরুদ্ধে চোখ -কান খোলা রাখি । যাতে আর কেউ ইতিহাস বিকৃত না করতে পারে । যদি এটা না করি তবে আমাদের ভবিষ্যৎ প্রজম্ম জানবে - ১৯৭১ এ পাকিস্থান এবং ভারতের যুদ্ধ হয়েছিল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.