আমি নিজেও সব সময় খুজে বেড়াই আমাকে
আবুবকর সিদ্দিক
লক্ষ মানুষ যদি গর্জে ওঠে
গুরু গুরু রণধ্বনি কেমন শোনায়।
লক্ষ হাতে যদি ওঠে হাতিয়ার
ঝলসিতে রোদ্দুরে কেমন শানায় ।।
খেটে খেটে ধুঁকে মরা নিঃস্ব মজুর
হেঁটমাথা পায়ে পায়ে পুঁজির জুজুর
ঐসব দেহ যদি মিতালী পাতায়
মিছিলের সাথে তবে কেমন মানায় ।।
একটি চোখে যদি আগুন জ্বলে
সে আগুন থেকে কিছু তাপ চেয়ে নিয়ে
লক্ষ মশাল চলে দলে দলে।
ভয়ের কিনারে যারা বাসা বেঁধেছে
চাবুকের মুখে যারা শুধু কেঁদেছে
একবার যদি তারা দাঁড়ায় রুখে
ধমনী-শোণিত তবে কেমন দাপায় ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।