আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট দলের উপরে অভিমান হচ্ছে, তবে মাহমুদুল্লাহর মতো দায়িত্বজ্ঞানহীন স্টুপিড এর জন্যে মন থেকে ঘৃণা।

So lately, been wonderin, who'll be there to take my place. When I'm gone, you'll need LOVE, to light the shadows on your face....If I could, then I'd, I will go wherever you will go.. Way up high, or down low, I will go wherever you will go... মাহমুদুল্লাহ রিয়াদকে প্রানপনে গালি দিতে ইচ্ছা করছে। এই ক্রিকেটারকে আমার কোনদিনই পছন্দ হয়নি, আজ থেকে আর হবার কোন সম্ভাবনাও নেই। সামর্থ্যের অভাব মানা যায়, কিন্তু দায়িত্বজ্ঞানহীন একজন ভাইস ক্যাপ্টের এর মায়েরে বাপ!! শাহদাতের সামর্থ্যের অভাব আছে, আর আবাল ক্রিকেটার মাহুমুদুল্লাহর অভাব হচ্ছে আয়োডিন এর! ৫০০ রান তাড়া করতে নেমে ইনিংস এর শুরুতেই ১৫০ স্ট্রাইক রেটে যে খেলতে চায়, তাকে বদ্ধ উন্মাদ ব্যাতিত আর কিছু বলতে পারি না। দলকে বারবার বিপদে ফেলছে এই স্টুপিড ইউজলেসটা!! এর বদলে একটা বলদ নামাইলেও খারাপ হইত না। মহাজঘন্য আম্পায়ারিং এর কথা আর কি বলবো! দিনকানা বয়রাগুলা আইছে আম্পায়ারিং করতে, শার্টে লেগে আউট। ছাগলটা! এই সিরিজের আর খোঁজ নেবো না। কারন এটা নয় বাংলাদেশ খারাপ খেলেছে, সেটা অনেক দেখেছি, অভ্যাস আছে, ভালবাসা এতোটুকুও কমেনি। কিন্তু এই ম্যাচে যা করলো, তা পরিষ্কার দায়িত্বজ্ঞানহীনতা। মাহমুদুল্লাহকে বাদ না দিলে সামনে সাফারিং লম্বা হতে যাচ্ছে। TEST: 8, 1/37, 0, 0/12 0/45, 0, 3/70 7/0, 3, 19/0, 21 ODI: 1/50, 6 29, 0/8 T20: 1/28, 31 *এমনকি লীগের ম্যাচগুলোতেও যাচ্ছেতাই পারমরমেন্স! বাংলাদেশ দলের পাইপলাইন এতোই বাজে যে এরকম খেলার পরেও রিপ্লেসমেন্ট আসে না!?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.