রাজাকার মুক্ত বাংলাদেশ চাই অন্যান্যবার ঈদের একসপ্তাহ আগে থেকেই বাড়ী যাওয়ার চিন্তা থাকে, আগাম ছুটি নিতে হয়। কিন্তু ঈদ এইবার ঢাকাতেই করছি। আজকে ঈদের আগের শেষ কর্মদিবস। স্বভাবতই আজকে সব অফিস ফাঁকা ফাঁকা থাকবে। ঘুম থেকে উঠলাম ১০টা বাজে।
বললাম, আজকে অফিস না গেলে হয় না? অফিসে কেউ আজকে আসবে না। বস গত ২ দিন ধরে নাই। আমি না গেলেও কোনো সমস্যা হবে না।
কিন্তু বউ বললো, অফিসে না গেলে এটা বদঅভ্যাসে দাড়িয়ে যাবে। সুযোগ পেলেই সুযোগের অপব্যবহার করা ঠিক হবে না।
তুমি যেহেতু ছুটি নাও নাই, অতএব, অফিস বাদ দেওয়া যাবে না। নিজের কাছে সৎ থাকতে হবে। শেষে অফিসে পৌঁছালাম ১২.৪৫ মিনিটে। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অফিস। বসে বসে ইন্টারনেট আর মোবাইল টিপাটিপি করছি।
আর এর জন্যই অফিসে আসলাম!!!!
গতপরশু ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকওয়ালাদের দম ফেলার সুযোগ নাই। আর আমি মাছি মারার জন্যও কোনো মাছি পাচ্ছি না।
সবাইকে আগাম শুভেচ্ছে। ঈদ মোবারক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।