২০১২-১৩ শিক্ষবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষর সময় কমানো হয়েছে। আজকের একাডেমিক কাউন্সিলের সভায় এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিগত বছরগুলোতে শিক্ষর্থীরা ১০০টি প্রশ্ন উত্তর করার জন্য ১ ঘন্টা ৪৫ মিনিট সময় পেতেন। এবছর থেকে তা থেকে কমিয়ে ১ ঘন্টা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অন্য ইউনিটের সঙ্গে সমতার জন্য এটা করা হয়েছে।
ইতিমধ্যে বিষয়টি ডিনস কমিটি ও জেনারেল এডমিশন কমিটিতে অনুমোদন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন বলেন, অন্য ইউনিটের সঙ্গে সমতা করতেই এটা করা হয়েছে। ফলে সময় ও অর্থ দু’টোই বাঁচবে। অন্যান্য ইউনিট যেমন খ ও ঘ ইউনিটে এক ঘন্টায় পরীক্ষ নেয়া হয়।
এ ব্যাপারে বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম বলেছেন, সময় কমানোর ক্ষেত্রে অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে ।
অন্যান্য ইউনিটের সঙ্গে ক ইউনিট তুলনা করা ঠিক নয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে প্রক্রিয়ায় হয়ে আসছে তাই সঠিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।