লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে। প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, কার্জন হলসহ প্রতিটি স্থানকে চমৎকার সাজে সাজানো হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়- জাতীয় উন্নয়নে উচ্চ শিক্ষা। ' এখন প্রশ্ন হচ্ছে আমরা কয়জন জাতীয় উন্নয়নের কথা চিন্তা করি? একটা দেশের সর্বোচ্চ বিদ্যা-পিঠের শিক্ষকরা যখন লাল-নীল-সাদা দল নিয়ে ব্যস্ত থাকে তখন জাতীয় উন্নয়ন কিভাবে সম্ভব তা আমার মত ক্ষুদে শিক্ষার্থীর বোঝার কথা নয়।
আসুন শুধু স্লোগানে আবদ্ধ না থেকে আমরা এটাকে বাস্তবে রুপ দেয়ার জন্য কাজ করি। দয়া করে যোগ্য লোকদেরকে তার আসনে বসার সুযোগ দিন। দলাদলি বাদ দিয়ে প্রাচ্যের অক্সফোর্ডকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিতে কাজ করুন। যারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলেন তাদের বলি, শিক্ষক রাজনীতি নিয়ে কথা বলুন। ছাত্র রাজনীতি নয় শিক্ষক রাজনীতি বন্ধ করুন।
তাহলে দেশ ও জাতি উচ্চ শিক্ষা লাভে এক ধাপ এগিয়ে যাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।