আমাদের কথা খুঁজে নিন

   

ফেবুর একটি সুন্দর গ্রুপঃ আমাদের উদ্যোগ এবং কিছু মানুষের মুখে হাসি

নতুন ঠিকানাঃ http://amarlekhoni.blogspot.com/ ‘ও মা, মাগো, ঈদে একটা গেঞ্জী কিন্যা দাও না মা’, ‘থাবড়া দিয়া দাঁত ফালায়া দিমু ফাজিল পোলা, ভাত খাওয়ার ট্যাকা নাই আবার গেঞ্জী। কত শখ!’ এই চিত্র সারা বাংলাদেশের একটি কমন চিত্র। তাই আমরা কিছু ভার্চুয়াল জগতের মানুষ একসাথে হয়ে হাসি ফোটাতে চেয়েছি এমন কিছু মানুষের মুখে। ৩-৪ মাস আগ সামুর একজন ব্লগারের পোস্টের সূত্র ধরে ফেসবুকের একটি গ্রুপে জয়েন করা। গ্রুপের নামঃ United States of Noakhali( USN) এই গ্রুপের পক্ষ হতে গতবছর সফল ভাবে সম্পন্ন হয় USN Winter Blanket Drive তারই ধারাবাহিকতায় এবার ঈদে গ্রুপ মেম্বার দের উদ্যোগে সম্পন্ন হয় ‘ঈদ ক্লথ ডিস্ট্রিবিউশন’ ।

আমাদের বাজেট ছিল কম,কিন্ত আশা অনেক বড়। একনজরে ইভেন্টঃ বাজেটঃ ৫৪০০০ টাকা (যার সিংহভাগই এসেছে প্রবাসী মেম্বার দের ডোনেশনে) টার্গেটঃ ৩০ জন ছেলে শিশু কে শার্ট ও প্যান্ট কিনে দেয়া ২৫ জন মেয়ে শিশুর জন্য জামা বৃদ্ধদের জন্য ২০ টি লুঙ্গি বৃদ্ধাদের জন্য ২৫ টি শাড়ি আর সবার জন্য ১০০ বক্স ইফতার( ১০ আইটেম) ইভেন্ট শিডিউলঃ ৮-৯ তারিখ যাদের যাদের কাপড় দেয়া হবে তাদের টোকেন বিতরণ ( টোকেন ছাড়া কাপড় নিতে পারবে না) । ১০ তারিখ কেনাকাটা। আর ১১ তারিখ বিকেলে বস্ত্র বিতরণ , কাওরান বাজারে। এবার কিছু ছবিঃ টোকেনঃ প্রথম টোকেন গ্রহণকারীঃ বাচ্চাদের জন্য কেনা কাপড়ের কিছু অংশঃ আমরা চেষ্টা করেছি ভালো কিছু দেয়ার।

আলতু ফালতু জিনিস দিয়ে লাভ কি? ইফতারের বক্সঃ বৃদ্ধ এবং বৃদ্ধাঃ আর তেজগাঁও রেলস্টেশনে টোকেন বিতরণ অবস্থায় আমাদের প্রিয় নূরা ভাই। উনি না থাকলে ইভেন্ট ই হত না। গ্রুপের ইভেন্ট নিয়ে আগের বেঈমান আমি ভাইয়ের পূর্বের পোস্টঃ সামু র কয়েকজন ব্লগার এবং একটা ফেসবুক গ্রুপের সুন্দর একটি উদ্যেগ গ্রুপের লিংকঃ আমরা বেয়াকে নোয়াখাইল্লা (The United States of Noakhali) ক্ষুদ্র ক্ষুদ্র বা্লিকণা আর বিন্দু বিন্দু জল। গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ক্ষুদ্র থেকে শুরু করেছি আমরা।

প্রাণপণ চেস্টা করবো আমাদের উদ্যোগ চালিয়ে যেত। পাশে থাকবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.