অনেক দিন পর টিউন করতে আসলাম... সবাইকে আমার সালাম... আসসালামুয়ালাইকুম অয়া রাহমাতুল্লাহ...। বিজয়ের মাসে সবাইকে জানাই আমার বিজয়ের রক্তিম শুভেচ্ছা...
প্রায় ব্যাস্ত থাকার কারনে আগের মত টিটিতে আসতে পারিনা। যাইহোক কাজের কথায় আসি...।
আপনি যদি পড়ালেখায় মনযোগী হতে চান তাহলে আমার কিছু ট্রিপ্স অনুসরন করে দেখতে পারেন । আর এই জন্য পড়া লেখার আগে আপনাকে একঘন্টার একটা প্রস্তুতি নিতে হবে।
আপনি যেহেতু একজন স্টুডেন্ট সেহেতু আপনার আপাদত প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়া লেখা করা। আর যাই করেন না কেন আপনার সবই পড়ালেখাকে কেন্দ্র করে আবর্তিত হতে হবে...
পড়ালেখার এক ঘণ্টাপূর্ব প্রস্তুতিসমুহঃ
পড়ালেখার এক ঘণ্টা আগে আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন।
তারপর ইন্টারনেট এ আসুন, টিটি চেক করে নিন। কি পোস্ট আসলো দেখে নিন। ভাল লাগলে প্রিয়তে রেখে চলে যান।
(পড়ালেখার পর সময় করে পড়ে নিবেন)
তারপর ফেবুতে আসেন। কারও সাথে একটু চ্যাট করে নিতে পারেন। স্ট্যাটাস ও ফটো আপলোড কোনটাই দিবেন না। তাহলেই সব প্ল্যান মাঠে মারা যাবে। কিছুক্ষন ব্রাউজ করুন আদাঘন্টার মধ্যে টিটি ও ফেবু এক্সিট করুন।
কম্পিউটারটা অফ করে দেন।
যাদের সাথে আপনার ফোনে কথা বলা দরকার তাদের সবার সাথে দশ মিনিটে কথাবার্তা সেরে নিন। মোবাইল থেকে নেট ইউস করলে সাইলেন্স করে একটু চোখের আড়ালে রাখেন। যদি পারেন ভাইবেরেশনও বন্ধ করে দিতে পারেন।
তারপর একটা কাগজ বা নোট প্যাডে আপনার পড়ালেখার একটা শিডিউল নোট করেন... যাতে লেখাপড়ায় আপনার একাগ্রতা বৃদ্ধি পায়।
আপনার দরকার ও শিডিউল অনুসারে পড়ুন ।
পিসি খোলা রাখা খুব একান্ত জুরুরী হলে পড়তে পড়তে অপ্রয়োজনীয় ভাবে মনিটরের দিকে তাকানো থেকে বিরত থাকুন।
পড়ালেখা শেষ করে প্রশান্ত মন নিয়ে টিটিতে, ফেবুতে এসে যান... টিটির ফেবুর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । আপলোড, স্ট্যাটাস , পোস্ট করে শেয়ার করুন... আমরা তো লাইক দেয়ার জন্য আছি। ।
উপরের ট্রিপ্সগুলো এই ভাবে পাঁচ দিন এপ্লাই করেন... দেখবেন ফেবু টিটি মোবাইল আপনার সাথে দুশমনি করবেনা। বরণ ভালো বন্ধু হয়ে যাবে...
পোস্টটা কেমন হল জানি না ... তবে আমি আমার এই ট্রিপ্স গুলো এপ্লাই করে ভালই সুফল পাচ্ছি... আপনারাও ট্রাই করেন... আর হ্যা... কোন প্রকার মস্তিস্ক চাপ নিয়ে পড়ালেখা করা মটেই উচিত নয়, এই ক্ষেত্রে আপনি আপনার প্রবলেম পারসনাল ডাইরিতে লিখে রাখতে পারেন... অথবা একটা কাগজে বার বার লিখে পুডে পেলতে পারেন...
সম্পুন্য পোস্টটা E71 মোবাইল দিয়ে লিখা... ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।