আমাদের কথা খুঁজে নিন

   

কপি-পেষ্ট করে ব্লগ লিখা খুব অপছন্দের বিষয় হলেও ফেবুর এই দু'টো স্ট্যাটাস কপি-পেষ্ট না করে পারছিনা, এটাকে শেয়ার হিসেবে গ্রহন করবেন

দেশ আমাকে কি দিয়েছে এই প্রশ্ন না করে প্রশ্নটা হওয়া উচিত আমি দেশকে কি দিয়েছি একটা খুনের জন্য বাংলাদেশে কতোদিন জেল খাটতে হয়? আগে যদি না জেনে থাকেন, তাহলে এবারে জানবেন। শুরুতেই অংকের হিসাব, কাগজে কলমে - নরপশু রাজাকার কাদের মোল্লা "মাত্র" ৩৪৪ জনকে খুন করেছিলো। বাংলাদেশে যাবজ্জ্বীবন কারাদণ্ড মানে সম্ভবত ২০ বছর, তাও যদি পুরাটা খাটতে হয়। বাড়িয়ে না হয় ২৫ বছরই ধরলাম। এই ২৫ বছরকে ৩৪৪ দিয়ে ভাগ করলে কত হয়??? মাত্র সাড়ে ২৬ দিন! ঐযে বললাম, ওটা কাগজের হিসাব।

বাস্তবতা হলো, যাবজ্জ্বীবন = until next government comes, মানে ধরেন ১ বছর, বা রাজাকার কুত্তা মোল্লার কপাল খারাপ হলে ১+৫=৬ বছর মাত্র। তাহলে একজন শহীদের জীবনের বিনিময়ে জামাতের নেতা রাজাকার কুত্তা কাদের মোল্লাকে কয় মিনিট জেল খাটতে হবে? সেই অংক মেলাতে আর পারলাম না ... হতাশ, হতভম্ব, এবং স্তম্ভিত ... ---Ragib Hasan বাবার সাথে বসে টিভি দেখতে দেখতে বাবাকে বললাম, ''আগামীকাল শাহবাগে যাবই যাব। আজ পারিনি কাল যাব'' বাবা বলল, ''কাল তো হরতাল, আর এতো দূরের পথ কিভাবে যাবি?'' বললাম, ''চিন্তা করোনা, আমি যখন পণ করেছি যাব, যেকোনো মূল্যে যাওয়ার চেষ্টা করবো'' বাবা মানা করেনি, শুধু বলল, ''সাবধানে যাবি, আমাদের কিন্তু তুই ছাড়া আর কেউ নাই'' আমি কিছু বলিনি মুখে। বাবা কষ্ট পেতে পারে আমার কথা শুনে এই ভেবে। তাই মনে মনে বললাম, ''এই দেশটার ও কেউ নাই আমাদের মতো তরুণ প্রজন্ম ছাড়া।

'' (শশি হিমু ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.