আমাদের কথা খুঁজে নিন

   

ভোররাতে স্বপ্নে কী দেখিলে কী হয়? জেনে নিন একদম ফ্রি

ঘুমের ঘোরে স্বপ্ন সবাই কম-বেশি দেখে। ভোররাতে দেখা স্বপ্ন নাকি সত্য হয়। এই কারণে ভোররাতে দেখা স্বপ্ন নিয়ে অনেকেরই চিন্তার শেষ থাকে না। না পাঠক, আর চিন্তা নয়। ভোররাতে স্বপ্নে কী দেখিলে বাস্তব জীবনে কী ঘটিতে পারে, জেনে নিন একদম ফ্রি।

টক-মিষ্টি-ঝাল বিনোদন ● কোকিলকন্ঠী,মধুকন্ঠী,সুন্দরী শিল্পী ইভা রহমানের গান শুনছেন দেখিলে ►অসভ্য,বেহায়া কাক আপনার মাথায় অথবা মুখে ‘ইয়ে’ করিবে। ●‘লিপষ্টিক’ খ্যাত শাকিব খানের সাথে চা খাচ্ছেন দেখিলে ►রাস্তায় হিজড়াদের খপ্পরে পড়িবেন। ● হাল জামানার হিরো অনন্ত জামানের ছবি দেখছেন দেখিলে ►দোতলা থেকে পড়ে আপনার হাড়গোড় ভাঙবে। ●প্রভা,চৈতির অটোগ্রাফ নিচ্ছেন দেখিলে ►প্রেমিক/প্রেমিকার সাথে অন্তরঙ্গ মূহর্ত্বের ছবি ইন্টারনেটে ছড়িয়ে যাবে। ● বাংলা সিনেমার থার্ড গেডের মুটকী নায়িকাদের গান দেখছেন দেখিলে ► চিডিয়াখানায় গিয়ে হাতি কিংবা জলহস্তিনী দেখার টিকেটের টাকা বেঁচে যাবে।

কুসুম কুসম প্রেম-পিরিতি ●মানিব্যাগ হারিয়ে ফেলেছেন দেখিলে ►আপনার প্রেমিকা আপনাকে ছ্যাকা দিয়ে আরেকজনের বাসররানী হবে। ● প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে দেখিলে ►শত্রু কৃতক বড় কোন ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। ● আপনার মাথায় উকুন হয়েছে দেখিলে ►আপনার সহজ-সরল প্রেমিক বেচারাকে আপনার কাছ থেকে কেড়ে নিবে সুন্দরী কোন কইতরী। ● প্রেমিককে ভ্যা ভ্যা করে কাঁদতে দেখিলে ►টাক মাথাওয়ালা কোটিপতির সাথে আপনার শুভ বিবাহ হবে। রঙ্গভরা দাম্পত্য ●বউয়ের আদর-সোহাগ উপচে পড়ছে দেখিলে ►দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে আপনার ভারী মানিব্যাগ খালি করে শ্বশুর-শাশুড়ি,শালা-শালীরা আয়েশ করে যাবে সপ্তাহ খানেক।

● ঝগড়া শেষে বউ রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে দেখিলে ►বড় কোন বিপদ থেকে রক্ষা পাবেন। ● ফিটফাট হয়ে স্বামীকে কোথাও যেতে দেখিলে ►পরকীয়ায় জড়িয়ে যাবার কারণে আগামী কিছুদিনের মধ্যেই আপনার স্বামীর জামায় লম্বা লম্বা চুল,শার্টে লিপষ্টিকের দাগ পাবেন। ● শাশুড়ি-ননদের সাথে ঝগড়ায় জিতেছেন দেখিলে ► হিন্দী সিরিয়াল আসক্তি আগের তুলনায় বেড়ে যাওয়ার কারণে ভাত,তরকারী পুড়িবে। কামড়া-কামড়ি ভরা রাজনীতি ●দিনবদলের সোনার ছেলেরা আপনাকে দৌড়ানি দিতে দেখিলে ►রাস্তায় পাগলা কুকুরের দৌড়ানির শিকার হয়ে খোলা ম্যানহোলে পড়বেন। ●কালো বিড়াল কোলে নিয়ে দৌড়াচ্ছেন দেখিলে ► জনগনের শতশত কোটি কোটি টাকা বস্তায় ভরে একজন সফল দেশপ্রেমিক (?) রাজনীতিবিদ হয়ে দেশসেবার সুযোগ পাবেন।

● বিরোধী দলের কোন নেতার সাথে হাঁটছেন দেখিলে ►পুলিশ কৃতক লাটিপেটা,রাবার বুলেটের শরীরে বিধে যাওয়ার পাশাপাশি বস্ত্র হরণের শিকার হবেন। ●ফেসবুকে রাজনীতি নিয়ে কিছু লিখে জনপ্রিয় হয়ে গেছেন দেখিলে ►রাষ্ট্রদোহ মামলায় জেলে গিয়ে ডিম থেরাপী,জল থেরাপী,ইট থেরাপী কি জানিতে পারিবেন। ● মাঠে গরুকে ঘাস খাওয়াতে দেখিলে ►সীমান্ত শুকুন খ্যাত বিএসএফ কৃতক গুলি না খেলেও হায়েনা বিএসএফ কৃতক আপনার লুঙ্গি খুলে ফেলার ভিডিও বাজারে আসবে। (স্বপ্নে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বপ্ন বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত একমাত্র বাংলাদেশী নারী).. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।