আমাদের কথা খুঁজে নিন

   

ভোররাতে, হাওয়ার হাত

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ভোররাতে, হাওয়ার হাত শাফিক আফতাব....................... ভোররাতে যাদুমন্ত্রে ফুলে উঠি__ আবেশের ঘ্রাণে আমাকে সমুদ্র তীরে নিয়ে যায়, উষ্ণবালিশের কভারে ফুলগুলো সুগন্ধি ছড়ায় আমার ভেতর কেউ একজন জেগে ওঠে__ প্রাণ পায় পাঁজরের ভিতরে বুকের মধ্যে সাত সমুদ্র আর তের নদীর ওপারের মায়া ভাসে ভালোবাসায়। মনে হয় কেউ একজন এলো, হাওয়ার হাতে ধরলো আমাকে আমি তাকে চুপে চুমে পাগল করে তুললাম তার গায়ের সুবাসে বাতাসের প্রাণে যেন উদাস উচ্ছ্বাস থাকে মনে হয় আলগোছে সন্তর্পণে তার গভীরে প্রবেশ করলাম।

ধীরে আবরণ ছেড়ে সে ছেলাকলার মতোন হয় সুস্বাদ ফল বহুদিনের প্রতীক্ষিত তৃষ্ণা আর ক্ষুধার গ্রাসে সে হলো বাঘের ভোজন অথচ তার আগমনে পৃথিবী হলো কত উৎফুল্ল উতল ওদিকে ভোর রাতে তারায় তারায় ভরে গেলো অবারিত গগণ। ভোররাতে এক হাওয়ার হাত এসে আমাকে অবস করে প্রেমের বাণে নারী নেই, তবু শূন্যঘর ভরে থাকে অজস্র কবিতা আর গানে। ২৪.০৮.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।