আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীর পানি সমস্যা

রাজধানীতে বিশুদ্ধ পানি পাওয়া ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে পড়ছে। পানির অপর নাম জীবন। পানির মান প্রশ্নবিদ্ধ হলে তা জীবনের ওপর হুমকি সৃষ্টি করে। আমাদের কর্তাব্যক্তিরা পানি সমস্যা নিয়ে প্রথম থেকেই যথেষ্ট সচেতনতার পরিচয় দিতে পারেননি। রাজধানীর জনসংখ্যা হু হু করে বাড়লেও গত এক যুগেও পানির চাহিদা পূরণে কোনো সরকারই উদ্যোগী ভূমিকা নেয়নি।

পানি সরবরাহের দায়িত্ব যে প্রতিষ্ঠানের ওপর তারাও যেন 'কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো' নীতি গ্রহণ করেছেন। যে কারণে নগরবাসীর হাহাকার তাদের কানে পৌঁছে না। পত্রপত্রিকায় পানি সমস্যা বিশেষ করে দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগ উঠলেও নির্বিকার থাকেন তারা। রাজধানীতে ওয়াসা এ মুহূর্তে যে পানি সরবরাহ করছে তা পান করা দূরের কথা, অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য কি না, সংশয় দেখা দিয়েছে। ওয়াসার গ্রাহকরা টাকা দিয়েই পানি কেনেন।

এ ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠান দয়া-দাক্ষিণ্যের ভূমিকায় অবতীর্ণ হয়ে গ্রাহকদের যেমন ইচ্ছা তেমন পানি সরবরাহ করবেন, এমনটি হওয়া উচিত নয়। ওয়াসার পানির রঙ এবং গন্ধ শুঁকে চোখ বন্ধ করেই বলা যায়, রাজধানীর দেড় কোটি মানুষ টাকা দিয়ে ব্যবহার-অযোগ্য পানি কিনছে। ওয়াসার বিরুদ্ধে অভিযোগের পাহাড় গড়ে উঠলেও তাদের নাকি করার কিছু নেই। ওয়াসা যে পানি সরবরাহ করে তার এক বড় অংশের উৎস শীতলক্ষ্যার পানি। এ পানি শিল্পবর্জ্যে এতই দূষিত যে তা পরিশোধনের অযোগ্য।

ফলে সেই পানিতে দুর্গন্ধ থাকে প্রকট, ফুটিয়ে পান করাও দুষ্কর। এমনকি পানি ফুটিয়ে পরিশোধন করলেও গন্ধ কাটে না। পানির আরেক নাম যেহেতু জীবন সেহেতু জনস্বাস্থ্যের স্বার্থেই ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহ করবে, এটি গ্রাহকদের অধিকারের পর্যায়ে পড়ে। এ দাবিকে উপেক্ষা করার কোনো উপায় নেই। এ সমস্যার সমাধানে ওয়াসা এবং সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।

আশার কথা, রাজধানীর পানি সমস্যা সমাধানে মেঘনা নদী থেকে পাইপলাইনে পানি আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পানি পরিশোধনের মাধ্যমে সরবরাহ করার কথা। প্রকল্পটি যাতে দ্রুত বাস্তবায়িত হয় সে উদ্যোগ নিতে হবে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর পানি সমস্যার সমাধানেও সরকারকে উদ্যোগ নিতে হবে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।