আমাদের কথা খুঁজে নিন

   

স্বাভাবিকভাবে জন্ম নেয়া শিশু বেশি মেধাবী

ছোটনা হাই স্কুল > নটরডেম কলেজ > বুয়েট > মিশিগান ইউনিভার্সিটি > ঢাকা। (মাতৃভূমি থেকে শুরু সেখানেই শেষ) প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবে জন্ম নেয়া বাচ্চারা সিজারে জন্ম নেয়াদের চেয়ে বেশি মেধাবী ও বুদ্ধিমান হয়ে থাকে। তাদের আইকিউ পাওয়ার বেশি থাকে। নতুন এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, নারীরা যদি স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেন।

তবে ওই বাচ্চার ব্রেইনে এক ধরনের বিশেষ প্রোটিন থাকে। যেটা বেড়ে উঠার সঙ্গে সঙ্গে বাচ্চার মেধাকে দ্রুত উন্নত করে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, ইউসিপি-২ নামের ওই প্রোটিন বাচ্চাদের স্বল্প ও দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তি গঠনে কাজ করে। আর এটাই হচ্ছে হিউম্যান আইকিউর প্রধান উপাদান। বিজ্ঞানীরা সাধারণ ও সিজারের মাধ্যমে জন্ম নেয়া ইঁদুরের বাচ্চার ব্রেইনের ওপর গবেষণা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

এতে দেখা গেছে, স্বাভাবিকভাবে জন্ম নেয়া ইঁদুরের মধ্যে ইউসিপি-২ বেশি থাকে। একইসঙ্গে নবজাতককে বুকের দুধ খাওয়ালে তার ইউসিপি-২ বাড়ে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। এমন একটা সময়ে গবেষণার বিষয়টি প্রকাশ করা হয়েছে যখন সিজারের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়া নিয়ে বিতর্ক চলছে। সমালোচকরা বলছেন, সিজারের কারণে অভ্যন্তরীণ রক্তপাত বাড়ে ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমতার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশ হওয়া গবেষণাটির লেখক ডা. টমাস হার্ভাথ বলেছেন, সেইন মার্কিটস ও আচরণ উন্নত হওয়ার ওপর ইউসিপি-২ এর গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে এসেছে এতে।

. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।