আমি বৃষ্টি পছন্দ করিনা, কারণ বৃষ্টি হলেই আমাকে উঠোনে ছুটে গিয়ে আকাশের দিকে তাকাতে হয় আর আকাশের দিকে তাকালেই তোর কথা আমাকে সারাটা দিন মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হয় বৃষ্টিহীন, ঝড়হীন, নিদ্রাহীন ভূমিহীন খড়া কবলিত এক কাঙাল কৃষকের মতো। আমি সমুদ্র পছন্দ করিনা, কারণ কিছু কিছু সমুদ্র আছে- বিশালতা যাদের দিগন্তকে গ্রাস করে সূর্যাস্ত পর্যন্ত জলের বুকে এঁকে দেয় আসমানী টিপ, আর আমার চোখের সামনে ভেসে উঠে মুহুর্মুহু তোর প্রসারিত দিগন্ত-গ্রাসী যুগল বাহু, কারণ আমার দশ-দিগন্তের এপাড়-ওপাড় তুই-ই প্রথম করেছিলি গ্রাস অমন নিখুঁত আলিঙ্গনে ভুভূক্ষু সমুদ্রের মতো। আমি পাহাড় পছন্দ করিনা, কারণ পাহাড় মানেই রঘুনন্দনে চা'এর চাষ, রাবারের চাষ ক্ষান্ত মাসীর হাসের চাষ, ম্লান ঘাসফুল পুড়ে ছারখার কাকদ্বীপে ঝর্ণার সাথে পাহাড়ের গোপন অভিসার পাহাড় মানেই তোর সাথে আমার ঘটিবাটি সংসার। বিনিয়ামিন ঢাকা, ২০ এপ্রিল ২০১৩ সাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।