ছোট এই জীবনে গন্তব্যহীন আমার পথ চলা। চাওয়া-পাওয়ার জটিল সমীকরণ না কষে নির্ভারহীন জীবন কাটাচ্ছি। যে রকম আছি ভালই আছি। ইসলাম এর পথে চলার চেষ্টা করি।
ইসলাম এর পাঁচটি স্তম্ভ এর মধ্যে নামাজ অন্যতম।
নামাজ হল শরির ও আত্মার সংমিশ্রণ এর মাধমে ইবাদত। কিন্ত প্রায়ই নামাজে আমরা পূর্ণ মনোযোগ দিতে পারি না। নানা চিন্তা আমাদের মনে চলে আসে। এর প্রধান কারন হল নামাজে আমরা যে আরবি সূরা পড়ি তার বাংলা অর্থ আমরা না বুঝে যন্ত্রের মত মুখস্ত পরি। এজন্য আমাদের মন নামাজে মনযোগী না হয়ে অন্য কোথাও ঘুরে বেড়াই।
আমরা যদি নামাজে যে সব আরবি সূরা পরি তার বাংলা অর্থ জানি এবং নামাজ পরার সময় সেই অর্থ মনে করে পড়ি তা হলে ইনশাআল্লাহ নামাজে আমাদের মন অন্য কোথাও যাবে না এবং নামাজে আমরা মনোযোগী হতে পারব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।