আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন সরকার লুটেরা: আহমাদি নেজাদের মন্তব্য

অন্য দেশের লুণ্ঠিত অর্থে মার্কিন সরকার পরিচালিত হচ্ছে : আহমাদিনেজাদ । আহমাদিনেজাদ বলেছেন, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হস্তক্ষেপের মাধ্যমে কোনো দেশে প্রকৃত সংস্কার আসতে পারে না। তিনি আরো বলেছেন, সুযোগসন্ধানী পশ্চিমারা অন্য দেশগুলোতে মানবিক কারণে হস্তক্ষেপ করে না, বরং নিজের স্বার্থ চরিতার্থ করাই তাদের আসল উদ্দেশ্য। সিরিয়ার চলমান সহিংসতায় পাশ্চাত্যের হস্তক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামের ক্ষতি করার জন্য সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো একজোট হয়ে বাশার আল-আসাদ সরকারকে উতখাত করতে চায়। ইরানের রাজধানী তেহরানে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আরো বলেন, পশ্চিমা দাম্ভিক শক্তিগুলো সংস্কারের নামে অন্য দেশগুলোর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়।

এর ফলে ওই দেশে যুদ্ধ শুরু হয়ে যায়। আর যুদ্ধ ও সহিংসতার মাধ্যমে কোনোদিন সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। ইরানের প্রেসিডেন্ট পাশ্চাত্যের এ ষড়যন্ত্রের ব্যাপারে সব দেশকে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, ইরাক বা আফগানিস্তানের জনগণকে মুক্ত করার জন্য মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ওই দু’টি দেশ দখল করেনি। সাদ্দামকে এক সময় পাশ্চাত্য সার্বিক সহযোগিতা দিলেও তারাই সাদ্দামের শাসন থেকে ইরাকি জনগণকে মুক্তি দেয়ার নামে দেশটি দখল করেছে।

অথচ আমেরিকার লোলুপ দৃষ্টি ছিল শুধুমাত্র ইরাকের তেল সম্পদের ওপর। আমেরিকার সে লালসার শিকার হয়ে নিহত হয়েছে ১০ লাখেরও বেশি নিরপরাধ ইরাকি নাগরিক। এ ছাড়া, ভয়াবহ যুদ্ধে ইরাকের অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দেশটির অন্তত ২০ বছর সময় লাগবে। মারাত্মক অর্থনৈতিক সংকটে জর্জরিত মার্কিন সরকারকে ‘দেউলিয়া’ আখ্যায়িত করে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, অন্য দেশের লুণ্ঠিত অর্থে মার্কিন সরকার পরিচালিত হচ্ছে। যে দেশটির ১৬ ট্রিলিয়ন ডলার বিদেশি ঋণ রয়েছে-৩২ ট্রিলিয়ন ডলারের কাগুজে নোট ছাপিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার কোন অধিকার তার নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.