হোয়াইট হাউজের সাবেক খ্যাতনামা সাংবাদিক হেলেন থমাস ফিলিস্তিনি জনগণের ব্যাপারে ইসরাইলি নীতি সম্পর্কে জনগণকে কথা বলতে না দেয়ায় মার্কিন সরকারের সমালোচনা করেছেন। Click This Link
মার্কিন সরকার সেদেশে জনগণের বাক-স্বাধীনতার জন্য বড়াই করে আসলেও হেলেন থমাস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ ইসরাইলের সমালোচনা করে টিকে থাকতে পারে না। হেলেন থমাস গত জুন মাসে ফিলিস্তিনে ইসরাইলী দখলদারিত্ব বন্ধ করতে ইসরাইলিদের প্রতি আহ্বান জানানোর পর হোয়াইট হাউজের রিপোর্টার পদ থেকে ইস্তফা দিতে তাকে বাধ্য করে মার্কিন সরকার।
এর আগে লেবাননের শীর্ষ আলেম আয়াতুল্লাহ সাইয়েদ ফাজলুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশের দায়ে মার্কিন টিভি চ্যানেল সিএনএন'র সিনিয়র সম্পাদক অক্টাভিয়া নাস্রকে বরখাস্ত করা হয়।
মার্কিনীরা যতই বাক-স্বাধীনতার কথা বলুক না কেন, তারা ইসরাইলের সমালোচনা কিংবা ইসরাইল বিরোধীদের প্রশংসা শুনতে নারাজ। তাদের এ আচরণের নিন্দা জানানোর ভাষা নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।