প্রগতিশীলতা আর নগ্নতা এক নয় গতকালের কথা। রোজা রাখছি। এমনিতে অসুস্থ, তার উপর সুযয্যিমামা(সূর্য) এত বেশি হাসছিলেন যে তার দাঁতগুলোও দেখা যাচ্ছিল। এমন একটা তিক্ত সময়ে বেড় হতে হল। কারন ফিজিক্স আমার প্রিয় সাবজেক্ট; ক্লাস তা মোটেও মিস করা চলে না।
তাই কষ্ট করে বেড় হয়েই পল্লাম। আমাদের এলাকায় আশে পাশে আবার অনেক হিন্দু বাড়ির বাস। পুজা পার্বণে তারা যথেষ্ট আনন্দ করে। তোঁ যা বলছিলাম। ।
রাস্তায় বেড় হয়ে রিক্সা নিলাম। একটু পরেই দেখি রাস্তায় মোটামুটি একটা জ্যাম লেগেছে। কারন টা হোল হিন্দু সম্প্রদায় একটা আনন্দ মিছিল বেড় করেছে। আনন্দ ওদের আর ধরে না। তুবড়িয়ে ঢোল পিটাচ্ছে আর মিউজিক বাজাচ্ছে।
মিছিল শেষ হয়না জ্যাম ও ছারেনা। মহাবিপদ। এর মধ্যে ঢোল এর ধিরিম ধারিম শব্দগুলো যেন কানের মালিয়াস, ইঙ্কাস, স্তেপিস নামক তিন অস্থি ভেদ করে অন্তঃকর্ণে নিরাপদ আস্রয় লাভ করছিল। ওই শব্দের সাথে হৃদকম্পন ও সমান্তালে বারছে। রোজার দিন কেমন লাগে বলুন।
মনে মনে চরম রাগ উঠছিল। কিন্তু অব্যাবহিত পরেই আমার মনে হোল আমরা যেমন রোজা পালন করছি তারাও তোঁ তেমনি তাদের ধর্ম পালন করছে। এটা কষ্ট হলেও সহ্য করতে হবে। সমাজে বাস করলে এগুলো মানতে হয়। আর এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।
হ্যাঁ, এটা আমার এই বাংলায়ই সম্ভব। যে যার ধর্ম কত নির্বিঘ্নে পালন করছে। কত শান্তি। অথচ প্রতিবেশীদের দিকে তাকাই। এক মিয়ানমার এর রোহিঙ্গারা নিজ দেশেই পরদেশি।
দোষ ওরা মুসলিম। ভিন্ন সম্প্রদায়। কি না করল ওদের সাথে। সামান্ন মারামারি ; নাহ, তাও হলেও মানা যায়। কিন্তু এযে রীতিমত খুন অগ্নিসংযোগ, ধর্ষণ এর ছড়াছড়ি।
কত আর বলব। ভারতের আসামে যা হোল তার দিকে তাকালে আমার বাংলাকে অনেক ভাললাগে। আসামেও চলছে চরম সাম্প্রদায়িক দাঙ্গা। বৃদ্ধি পাচ্ছে রিফিউজেস। এমনি দেশে দেশে রাষ্ট্রগুলোতে এই অবস্থা শোচনীয় আকার ধারন করেছে।
কিন্তু আমার বাংলা এমন নয়। একে সাম্প্রদায়িক রাষ্ট্র বলার কোন কারন নেই। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতে পারে কিন্তু হিন্দু বিদ্বেষী নয়। আর এখানেই বাংলাদেশের সারথকতা। সালাম তোমায় বাংলাদেশ।
তুমি শ্রেষ্ঠ, জাতি-দেশ- সমাজে। proud to be a bangladeshi............. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।