لا إله إلا الله محمد رسول الله আমরা অনেকেই এমন ধারণা পোষণ করি যে তারাবীহর নামাযে পুরো খতম দেওয়া না গেলে এতে অংশগ্রহণ করা অর্থহীন-কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা।দেখা যায় যে আমরা একদিন তারাবীহ মিস হয়ে গেলেই খতম হবেনা ভেবে আর মসজিদে যাইনা।বিষয়টা সেঞ্চুরি করা বা ৫ উইকেট পাওয়ার মত কোন মাইলফলক স্পর্শ করার মত ব্যাপার নয়।তারাবীহর নামাযে পুরো কুরআন খতম করা অবশ্যই ফযীলতপূর্ণ ইবাদত,কিন্তু যদি এক-দুই দিন মিস হয়ে যাবার জন্য আর মসজিদে না যাওয়া বোকামী।আমরা যদি একদিন মিস হবার পরেও বাকি সব দিন মসজিদে গিয়ে নামাযে ২৯ পারা পড়তে পারি তবে আমরা ঐ ২৯ পারার সওয়াবই পাব।কিন্তু সম্পূর্ণ কুরআন খতম না হবার আফসোসে আমরা যদি মসজিদে গিয়ে তারাবীহ পড়া ছেড়ে দেই,তবে আমরা এই রমযান মাসে অসংখ্য সওয়াব থেকে বঞ্চিত হব।তাই আসুন,আজ থেকে আমরা নিয়মিত মসজিদে গিয়ে তারাবীহর নামাযে অংশগ্রহণ করি।আল্লাহ আমাদেরকে এই রমযানে বেশি করে সওয়াব হাসিলের তওফিক দান করুন;আ-মিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।