আসসালামু আলাইকুম............
► এক ব্যক্তি রসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর নিকটে এসে জিজ্ঞাসা করল যে, কিয়ামুল লাইল কীভাবে পড়বো? তিনি......বললেন এটা দুই রাক’আত করে পড়া উচিৎ। যেমনঃ দুই রাক’আত, তারপর দুই রাক’আত, তারপর দুই রাক’আত এভাবে এবং যদি সূর্য উদিত হওয়ার সময় হয়ে যায় তবে এক রাক’আত বিতর আদায় করে নিবে।
(সহীহ আল-বুখারী, অধ্যায় স্বলাত, হাদীস ৪৭২)
এভাবে যতখুশি তত পড়া যাবে।
► তবে আমরা যদি রসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর অনুশীলন-এর দিকে তাকাই তাহলে দেখি যে, “আয়িশাহ (রা.) কে রসূলﷺসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রমাদ্বানের কিয়ামুল লাইল বা তারাবীহ’র নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদ্বান মাসে যখন তারাবীহ’র স্বলাত আদায় করতেন তখন এগার (১১) রাক’আত আদায় করতেন এবং এর বেশি করতেন না।
(সহীহ আল-বুখারী, অধ্যায় তাহাজ্জুদ, হাদীস ১১৪৭)
► অনেক হাদীস আছে যেখানে বলা হয়েছে যে, নাবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এগার রাক’আত (৮+৩) কিয়ামুল লাইল আদায় করতেন।
তবে এ ব্যাপারে আমরা যদি সালফে সালেহীন এবং তাবেয়ীনদের অনুশীলন দেখি তাহলে তারা ১১,১৩,১৯,২৩,৩৯ রাক’আত এ রকম আদায় করতেন।
► কিন্তু রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এগার (১১) রাক’আত আদায় করতেন। তবে তিনি ২+২+২+... এভাবে আদায় করতে বলেছেন।
► সুতরাং তারাবীহ’র স্বলাত যতখুশি তত আদায় করা যাবে। তবে রাসূল (সঃ) এর সুন্নত হচ্ছে ৮ রাকাত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।