আমাদের কথা খুঁজে নিন

   

আমি দুঃখিত এবং অনুনয় প্রার্থী

কাল্পনিকতা নাকি কিছু স্বপ্নের প্লাবন আমাদের বন্ধু মোঃ ইফতাখারুল ইবনে আলম (জনি)। তার জন্মস্থানঃ ঈশ্বরদী সে ঢাকার " নটরডেম কলেজ" এর ছাত্র ছিল। পেশাগত জীবনে ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত চ্যানেল ওয়ান এ এবং ২০১০ থেকে সে একুশে টিভির সিনিয়র এক্সজিকিউটিভ ( প্রেজেন্টেশান) এ চাকুরীরত ছিল। নবজাতক সন্তানের সাথে স্বস্ত্রীক ফেসবুক গত মে মাস থেকে সে দুরারোগ্য ব্লাড ক্যান্সারের ( লিউকেমিয়া) প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে, সে কলকাতার টাটা হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছে।

ডাক্তাররা আশার বাণী দিয়েছেন, যদি তাকে এখনই সঠিক চিকিৎসা করা যায়। তবে হয়ত বা, সে আরও দীর্ঘজীবী হবে। তার, দীর্ঘজীবী হওয়াটা অনেক জরুরি , কারণ মাত্র ৮ মাসের সন্তানটি এখনো, তার বাবার নাম ধরে ডাকতে শিখেনি, তার বাবার হাত ধরে এখনো হাঁটতে পারে নি। তার চিকিৎসার জন্য ৭০-৮০ লক্ষ টাকা প্রয়োজন। আপনাদের কাছে , আমার অনুরোধ সাহায্য করতে কখনই দ্বিধা করবেন না।

আপনার যা সাধ্য তাই দেবেন, ১০০ টাকায় হোক না কেন। আপনার দোয়া এবং মানবতায় একটা নতুন জীবন এ প্রাণের ছোঁয়া এনে দেবে। কলকাতায় চিকিৎসাধীন আজ দেখি আমাকে সেফ করা হয়েছে!আনন্দ পায় নাই, কারণ সেফ হবার পরের প্রথম পোষ্টাই , বন্ধুর কাছে নিজের অপারগতা আর কৃতজ্ঞতায় কষ্টের জমাট বাঁধা কান্না জড়ানো আবেগ থেকে বন্ধুকে না জানিয়ে ওর কষ্টের কথা , আপনাদের কাছে তুলে ধরা। যোগাযোগঃ +8801737244772 danny ( jonny's brother) email on > Bank Details: Md.Mohidul Alam(Father of Johnny) National Bank ltd. Account no-SB34002372, Ishwardi Branch, Ishwardi. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।