প্রথমে সামুর সকল ব্লগারদের কাছে দুঃখ প্রকাশ করে আমার লেখাটা শুরু করতে চাই.......... সবার যদি একটু সময় থাকে কষ্ঠ করে আমার এই লেখাটা পড়বেন, যদিও আমি মনে করি একজন ব্লগার হিসেবে সব ব্লগারদের কাছে এইটুকু আশা করার অধিকার আমি হারিয়েছি আমারই ভুলের জন্য...... তারপরও একটুখানি আশাকরে এই লেখাটা লিখলাম কারণ দীর্ঘ দুই মাসের ও বেশী সময় একসাথে ছিলাম এবং আরও অনেক দিন আপনাদের সাথে থাকতে চাই...... তবে যদি আপনারাওচান যে আমি আপনাদের মাঝে থাকি...... আর যদি আপনারা না চান তবে ঈদের আগের দিন কথা দিলাম আমি আর কোনো দিন ব্লগিং করবো না........ এখন আসল কথাই আসি...... আমি একজন সদ্য পাস করা কৃষিবিদ, তাই কৃষি নিয়ে আমার আগ্রহটা অনেক বেশী, সেই আগ্রহ থেকেই নেটে পড়ে থাকতাম কৃষি বিষয়ক বিভিন্ন সাইটে,,,, এর মাঝে আবার ইচ্ছা তৈরী আমার যে টপিকস গুলো ভালো লাগবে সেগুলো কোনো ব্লগে শেয়ার করবো। সেই ইচ্ছা থেকেই সামুতে একাউন্ট খোলা। তারপরতো আমার নিজস্ব কিছু লেখার সাথে যে সাইটের যে টপিকস আমার ভালো লাগতো সেটাই ব্লগে সবার সাথে শেয়ার করতাম, তবে এখানে আমি সবচাইতে বড় ভুলটা করেছি তাহলো রেফারেন্স হিসাবে ঐ সাইট গুলোর ঠিকানা না দিয়ে। আমি এখন আর আমার পক্ষে কোনো যুক্তি না দিয়ে অকপঠে আমার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করছি সবার কাছে। এবং একজন কৃষিবিদ হিসাবে কথা দিলাম ঐ টপিকস গুলো আমি আবার লিখবো আমার নিজের লব্ধ অভিঙ্গতা থেকে। আর একটা কথা... আপনাদের এতা এতো কথার পর আমি আমার সব লেখা সামু থেকে ইতোমধ্যে মুছে ফেলেছি (আমার নিজের লেখাগুলো সহ) এখন আপনাদের উপর ছেড়ে দিলাম আমার ব্লগিং এর ভবিষ্যৎ...... আপনারা যদি চান একজন কৃষিবিদ হিসেবে আমি আমার ব্লগিং আজ থেকে নতূন করে শুরু করি তবে আমি আবার ফিরে আসবো আপনাদের মাঝে কৃষকবাবু হয়ে। আর যদি আমাকে আপনারা আর না চান তবে এটাই হবে আমার শেষ ব্লগ। সবশেষে এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ও ফিউশন ফাইভকে অসঃখ্য ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই আর আপনার মতামতটা জানাতে ভুলবেন না দয়া করে..............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।