আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমটা আবার শুরু করা যাক

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. এসো প্রেমটা শুরু করা যাক কোন বিশেষ দিনে নয় বুজ্জুয়া ডিক্টেটর ধার করা সময় নয় কারও দেয়া টানেলের ভেতর নয় হুপিংকাশির মত ফ্রাইড চিকেনে অথবা গন্ডমূর্খদের খাবার টেবিলে নয় আমরা আমাদের দিনে শুরু করব প্রেম , প্রেমের ভেতরে প্রেমের আড়ালে চল শুরু করা যাক, আবার শুরু করা যাক। ‍ ২. বিহঙ্গ মানুষ সবুজ জলের বিহঙ্গ মানুষ কচুরি পানার হাতে শার্লক বিষাদ অবিশ্রান্ত ঠুকরে ঠুকরে খাচ্ছে নর পিশাচ জীবিতদের আরেক পরাবাস্তব আমি এসেছিলাম পাশে এবরো থেবরো বন রুটি ফান্গাসে আটকে আছে লালার সমিকরণ‍‍] সেই অতি নগ্ন আস্তরন আর তার পর.. শ্রাবন সন্ধ্যার সেই মেঘদূত কাউন্টিং মেশিনে গুনতে বসেছি গুনছি এক দুই নিযুত তারপর ভেড়াদের পালেরা এসে হাজির আমি গুনছি তাদের লোমকুপ ভাবনা তোমার সেই চর্যাপদে অতি বাস্তবতা ধর্ম গ্রন্থে ঘাম ঝড়া শ্রমের মত চোখ‍ ধান শুকানো পাটির উপর বধুর শরীর মৈথুন কালের অপরিপক্ক ঝড়া তার চুল কুতসিত জেনেও এসে গেছি সমুদ্দুর আমাকে নাও সাড়া বেলার ক্লান্তি রাতের টেস্কোর বাথরুমের সরঙ্জাম লজ্জা আর বিভিষিকার আর্শিবাদ ‍ আমরা জেনে গেছি মৈথুন আছে জেনে গেছি ভোর বলতে বিদ্যালয় গোছানো কুকরে গেছে শিতের চাদর‍ বালিশের কটনে এখন অন্যায় সম্মেলন আমি সেদিন দেখলাম বটবৃক্ষের ফুল গুলো উপড়ে নিল স্তন্যপায়ী কুকুর... ৩.....চল আবার ভোর দেখি.......... কাকা বাবু ভোর দেখবে চল দেখবে দেখবে দেখবে দেখবে চল দেখবে সাদা সাদা থক থকে ডাস্টবিনে ময়লা বাহক নিয়ে যাবে সাতপুরুষের ধন ধসে পরবে ধসে পরবে দেখবে দেখবে সঙ্গম নিয়ত যাত্রী দুলছে খাটের খুটি ঘরের আসবাব কা্ন্নারত শিশু দুধের বাটি, লেবেন্সুসে ডাইনামাইট দেখবে চল দেখবে উল্টে দেখবে দুলছে ফুলছে ভাসছে উপর থেকে নিচে পাশথেকে কোনে নন্দি স্যারের পানের পিকে সাদেক বাবুর লালচিটে ঘরে ক্ষয়ে যায় বয়ে যায়, লিকলিকে শরীরে শরীর জাগে ভালোবাসা ভেসে যায় শরীর জুড়ে শেকড় ফুরে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।