শরীরে একটা দগদগে ঘা- ফোলা শরীরে অনেকটা জুড়ে ছড়িয়ে আছে,সেই ক্ষত বৃত্তের মত। সযতনে বাঁচিয়ে রাখি তাকে শুশ্রুষা করি মন্ত্রমুগ্ধের মতো। প্রতিদিন ন্যকড়া ভেজানো জল জিইয়ে রাখে ক্ষত। মাঝে মাঝে হারিকেনের আগুন আলোয় উঁচিয়ে ধরি বৃত্তের বহুরূপী ক্ষতটা। জীবানুরা নড়েচড়ে ওঠে, সাড়া পড়ে যায় শহরে। লোভ লালসা দিয়ে প্রতিনিয়ত লালন করি আমার গর্বের ক্ষত; ফুলে পচে গন্ধ ছড়ায়, বইতে পারিনা সহজে, গন্ধমাদন পর্বত প্রমান সে ক্ষত। তবু বাঁচিয়ে রাখি নিজস্ব সত্তার আকর ভেবে। ধীরে একিভূত হয় দ্বান্দ্বিক আয়োজন। শরীর আর ক্ষত, ক্ষত আর শরীর; পরিচিতি পায় একে অন্যের পরিপূরক হিসেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।