আমাদের কথা খুঁজে নিন

   

জার্নালঃ মানিক মিয়া অ্যাভিনিউ

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে জার্নালঃ মানিক মিয়া অ্যাভিনিউ একটি কিশোর ছেলে ফুটপাথ ঘেঁষে দাঁড়িয়ে পরিচয় সামান্য খবর সদাই করে সে পরনে ময়লা জামা অগোছালো চুল এলোমেলো এখুনি ছুটতে হবে রেড সিগন্যাল পড়ে গেল ইশারায় ডাক পায় লোকাল বাসের জানালায় দিনের প্রথম ডাক তাই উৎসাহে ছুটে যায় পাঠক বড় মানুষ ছোট নোট হয়ে ওঠে না ছেলেটা জলদি খোঁজে জীর্ণ টাকার থলে টা খুঁজে পেতে কোনমতে ফেরতের টাকা জুটে যায় পাঠকের বড় নোট ছেলেটার ছোট থলেটায় মাঝপথে লেনদেন তক্ষুণি শেষ হল না এই ফাঁকে জ্বলে গেল সবুজ রঙের বাতিটা মুহূর্তে গতি লাগে গাড়িটার জোড়া চাক্কায় ছেলেটাও দৌড়ায় পিচ-কাল পথে খালি পায় অনেক পাঠকভরা বাসটার পিছে জোরেশোরে ধোঁয়ায় ধুলোয় ভরা মিথ্যে কথার এ শহরে আপাতত গাড়িটার থামবার নেই লক্ষণ ছেলেটাও শেষতক ছুটতে থাকেই প্রাণপণ ছেলেটার ঘাম ঝরে শুকনো পিচের রাস্তায় ধূসর এই শহরটা হঠাৎ সবুজ হয়ে যায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।