মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....
কবি অতি সংক্ষেপে বলি
ভুল হয়ে গেলে ভুলতে বলনা।
খুব বেশি দিন নয় মাটির গন্ধ শুঁকিনি
ভাঁপ উঠা সূর্যের আলো ছুঁয়ে দেখিনি
চুলগুলো এলো হয়নি মায়ের হাতে।
কবি বিশ্বাস হবে?
খালি পায়ে হাটিনা বলে তৃষ্ণার্ত এ বুক?
বিকেলের আড্ডাটা ছটফট করে মরে
শিশু ভোর আর জেগে থাকা রাতে?
কবি একটু ভেবে বল
এখানে সবকিছু আছে,সব কিছু
পায়ে হাটা পথ আছে
শীত-বসন্ত,ঝিরঝিরে বৃষ্টি আছে
সময়ের আগে চলা আছে অন্তর্জাল।
কবি এখানে ভাষা আছে
জীবন খুঁজলে জীবনের দাম আছে
যন্ত্রের মাঝে জানা রহস্য আছে
চেয়ে দেখ আত্মার আত্মীয় বাঙালীরা আছে।
কবি এখানে কিছুই নেই!
মেঠো পথ নেই,সোঁদা গন্ধ নেই
বৃষ্টিতে ভেজা নেই,প্রিয় রোদও নেই
পরিচিত আব-হাওয়া,হৃদ্যতা নেই
কবি সবচেয়ে বড়
আমার প্রিয় মুখগুলো নেই!
কবি ডায়রীটা নিয়ে যাও
আজ মন ভাল নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।