এখন থেকে এই এক্যাউন্ট এর মালিক সৈয়দ মিরাজ নামক নিক পরিচালনা করবেন । ইদানিং ভীষণ ব্যাস্ত হয়ে পড়েছি, ঘুম থেকে উঠলে হাই তুলতে ভুলে যাই, রোজার মাসে দুপুরে ভাত খাওয়ার কথাও মনে থাকে না এমনকি গতকাল রাত ৮টার দিকে বাইরে বেরোনোর সময় প্যান্ট পরে জিপার লাগানোর কথাও ভুলে গিয়েছিলাম বাসা থেকে মিরাবাজার পায়ে হেটে ৫-৭ মিনিটের রাস্তা , সেখানে এক বন্ধু দাঁড়িয়ে আমার জন্যে অপেক্ষা করছিলো , ফোনে তার তাগাদা খেয়ে আমি প্যান্টের জিপার লাগিয়েছি নাকি লাগাইনি তা না দেখেই বেরিয়ে পড়লাম । সিলেটের মিরাবাজার এলাকা কর্ম ব্যাস্ত বলা যায় , সারাক্ষন লোকজন চলাচল করছে, তার মাঝে দেখলাম আমার বন্ধুটি রাস্তার ওপাড়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তার ব্যাপক খুশি হওয়ার কথা ছিলো কিন্তু আজব ব্যাপার , সে কিছু না বলে শুধু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে থাকলো । তারপর মুখ কাচুমাচু করে এক কোনায় নিয়ে বললো দোস্তো তোর জিপার খোলা আমিও নিচ দিয়ে তাকিয়ে দেখি -চিচিং ফাক কি আর করা , বেকায়দার সময় কিছু একটা বলে ইজ্জত রক্ষা করার একটা নিস্ফল চেষ্টা করতে হয়। আমি তার দিকে তাকিয়ে উদাস দৃষ্টিতে বললাম --"যা যাওয়ার তা চলে গেছে, এত বছরের মান সম্মান ইজ্জত সব ২ মিনিটে উড়ে গেলো , এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মানুষের কিছুই অমর থাকে না" এই সময় আরেক ফ্রেন্ড এসে হাজির হলো , প্রথম ফ্রেন্ড (হারামযাদা) ফিচকা হাসি দিয়ে ২য় জনকে রসিয়ে রসিয়ে ঘটনাটা বলতে থাকলো এইবার দুইজনেই উৎসাহী দৃষ্টিতে আমার দিকে তাকালো । এবার আমি আরো উদাস হয়ে গিয়ে তাদের বললাম --"কি আছে জীবনে ?" ভাবছি প্যান্টের এই জিপার খোলা বন্ধ নিয়ে সমস্যার সমাধান সরূপ লুঙ্গি ব্যাবহার শুরু করবো (ছবি সত্বঃ নেট হইতে সংগ্রহ কৃত ) বিঃদ্রঃ -ঘটনার প্রতিটি চরিত্র কাল্পনিক , জীবিত , মৃত কিংবা বিবাহিত মানুষের সংগে এর মিল খুজে পাওয়া বকতাল মাত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।