হাড়ি কুড়ি তুমি আমি, চলছে গাড়ী যাত্রাবাড়ী। মানুষ মরছে পথে ঘাটে, কার কিবা যায় আসে। ভাবে কথায় সবাই ভাল, ধরা পড়লে বিড়াল কালো। টিভি পর্দায় নাচছে শিলা, লুলে লুল যৌবন জ্বালা। সুদ খান না হাজী সাহেব, কিতাবে আছে দাসী জায়েজ। হাতী মরলে লাখ টাকা , মানুষ পুড়লেও সেই টাকা, আনো ঢোল, বাজাও ঢাক, হুক্কা হুয়া, চিচিং ফাঁক !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।