সামু ব্লগ ভালবাসি। নিয়মিত ব্লগ পড়ি। ৪ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মতো কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র প্রার্থীর মতো বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
মোট ওয়ার্ড: ১১৮ (সাধারণ) এবং ৩৯ (সংরক্ষিত)
বিজয়ী কাউন্সিলর: (সাধারণ)- বিএনপি ৬৮, আ'লীগ ২৮, জামায়াত ০৬, জাতীয় পার্টি ০১ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ০১ এবং স্বতন্ত্র ১২ প্রার্থী বিজয়ী হন।
(সংরক্ষিত)- বিএনপি ১৬, আ'লীগ ১৪, স্বতন্ত্র ৭ এবং জামায়াত ২ জন।
* সিলেট: ২৭ ওয়ার্ডের ২৬টি ফলাফল (১৬ নং ওয়ার্ডের ফলাফল সমান সমান) । এর মধ্যে বিএনপি-১২ জন। আওয়ামী লীগ ৯ জন ও জামায়াত ৩ জন এবং স্বতন্ত্র দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫ জন বিএনপি এবং চারজন আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন।
* বরিশাল: ৩০টি ওয়ার্ডে ২০ টি জয়ী বিএনপি-সমর্থিত, ৬টিতে আ'লীগ। এ ছাড়া জাপা ও জামায়াত ১জন করে এবং স্বতন্ত্র ২ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১০ পদে ৫টিতে আ' লীগ-সমর্থিত প্রার্থী। ৪টিতে বিএনপি-সমর্থিত প্রার্থী। স্বতন্ত্র ১জন।
* খুলনা: ৩১টি ওয়ার্ডে বিএনপি ১৮ জন, আ'লীগ ৫, জামায়াত ১, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১, স্বতন্ত্র ৪ এবং বড় দু'দলের ২ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত। এ ছাড়া সংরক্ষিত ১০টি মহিলা আসনে বিএনপি-সমর্থিত ৪ জন, আ'লীগের ২ এবং স্বতন্ত্র ৪ প্রার্থী জয়ী হয়েছেন।
* রাজশাহী: ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৯টির ফল (১টি তে ইভিএম মেশিনে ত্রুটি)। বিএনপি-সমর্থিত ১৮ জন, আ' লীগ-সমর্থিত ৬, জামায়াত ১ ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে ১০টি পদের মধ্যে ৩টিতে আ' লীগ, ৩টি বিএনপি ২টি জামায়াত এবং ২টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।