ভাইরাস আক্রমণের শিকার হয়েছে অ্যাপলের অপারেটিং সিস্টেম [ওএস] ম্যাক চালিত কম্পিউটার।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো ভাইরাস আক্রান্ত হলো সবচেয়ে নিরাপদ ওএস খ্যাত ম্যাক। তবে এবারের আক্রমণকে অনেক বেশি শক্তিশালী হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। গত শুক্রবার ‘ব্যাকডোর ওএসএক্স মোরকাট’ নামের নতুন এ ম্যালওয়্যারের উপস্থিতি আবিষ্কার করে ইন্টারনেট ও কম্পিউটারের নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি ল্যাব। প্রতিষ্ঠানটি জানায়, ভাইরাসটি ব্যবহারকারীর কম্পিউটার থেকে ই-মেইেল এমনকি তাৎক্ষণিক চ্যাটিং অপশনেরও নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম।
বার্তা সংস্থা ন্যাকেড সিকিউরিটি জানায়, মোরকাট সহজেই ইন্টারনেট যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম স্কাইপ, এমএসএন আইডির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এ ছাড়া ওয়েবক্যাম থেকে গোপন ছবি, প্রত্যেকটি লগ-ইন পাসওয়ার্ড, কার্যকর অ্যাপ্লিকেশন, ব্রাউজ হিস্টোরি, ডকুমন্টের স্ক্রিনশট, মাইক্রোফোনের নিয়ন্ত্রণ, ক্যালেন্ডারের তথ্য এমনকি বিভিন্ন আইডিতে জমা রাখা ঠিকানাও হাতিয়ে নিতে সক্ষম এটি।
এর আগে চলতি বছরের শুরুর দিকে ম্যালওয়্যার প্রতিহত করতে লেপার্ড ও লায়ন নামে সিকিউরিটি প্যাক ১০.৬ এবং ১০.৭ সংস্করণ প্রকাশ করে অ্যাপল। তবে তা এবারের মোরকাট ভাইরাসের বিরুদ্ধে পুরোপুরি অচল। এদিকে ঠিক কতসংখ্যক ম্যাক কম্পিউটার আক্রান্ত হয়েছে কিংবা ভাইরাসের উৎস সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।