আগামী সাধারণ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম ববহার নিয়ে ছয় মাস ধরে অনিশ্চয়তা চলার পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ (সিইসি) রোববার কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “জাতীয় পর্যায়ে ইভিএম ব্যবহারের জন্য কমিশন প্রস্তুত নয়। এ জন্য আইন পরিবর্তন করতে হবে। তবে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে আমরা পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করছি।” আগামীতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে উল্লেখ করেন সিইসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।