সংসদ সদস্য মানে দেশের আইন প্রনেতা বা আইন প্রনয়নকারী । সংসদ সদস্যরা জাতীয় সংসদে বসে আমাদের দেশের জন্য আইন কানুন তৈরী করে থাকেন এবং কি ভাবে আইন মেনে চলবো তাও আইনে বলা থাকে । যখন ভাবি, আমাদের সংসদ সদস্যরা রাত দিন পরিশ্রম করে দেশের জন্য আইন কানুন তৈরী করেন, তখন আমাদের সংসদ সদস্যদের নিয়ে গর্ববোধ করি । আমরা আমাদের দেশের কৃতি সন্তানদের ভোট দেই আমাদের জন্য আইন তৈরী করতে ।
যে সংসদ সদস্যরা আইন তৈরী করেন , তারা বিজ্ঞ ,বিচক্ষন ।
দুঃখ বোধ করি তখন, যাদেরকে ভোট দিলাম দেশের জন্য আইন তৈরী করতে, তারাই আবার আইন ভংগকারী, প্রতিদিনই দেখতে পাই আইন প্রনেতারা কিভাবে আইন ভংগ করে চলেন ।
ঢাকা শহর যানজটের শহর - একথাটি সত্য । সংসদ সদস্যরা ব্যস্ত , যানজট ওয়ালা রাস্তা এড়াতে হাতের উল্টো ডানপাশের ফাকা রাস্তা দিয়ে পতাকা উচিয়ে রংসাইড দিয়ে চলে যান । আমার প্রশ্ন, আইন প্রনতারা কি এভাবে রাস্তার রং সাইড দিয়ে পতাকা উচিয়ে চলাচল করতে পারেন ? আইন প্রনেতাদের জন্য কি আলাদা আইন আছে ?
আমরা সাধারন জনগন যানজট ওয়ালা রাস্তাতেই পড়ে থাকি চলাচলের জন্য ।
এভাবে আর কতদিন চলবেন আইন প্রনেতারা ? আর কিছু দিন পর দেখা যাবে রাস্তার উল্টো পাশ দিয়ে চলাচল করাটাই নিয়ম হয়ে যাবে ।
আইন প্রনেতারা কি আর একবার ব্যাপারটি ভেবে দেখবেন ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।