আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাসেজ বিড়ম্বনা৤

এই ইট-পাথরের শহরে থাকতে থাকতে বিবর্তনের মাধ্যমে মানুষ থেকে ভুত হতে চলেছি৤ প্রতিদিন যতগুলো বিরক্তিকর ঘটনার সম্মুখিন হতে তার মধ্য অন্যতম হলো ২মিনিট পর পর ফোন কম্পানিগুলোর ম্যাসেজ৤ ব্যবসায়িক কারণে ২ টা সিম ব্যবহার করতে হয় ফলে জ্বালার পরিমাণটাও বেশি৤ এর মধ্য রবি আছে শুধু ম্যাসেজই দেয়না ফোন করে তাদের প্যানপ্যানানিও শোনাই৤ যে বিষয়টা বেশি বিরক্ত লাগে সেটা হলো ম্যাসেজগুলো থাকে বাঙলিশ৤ বাঙলায় লিখতে হলে বাঙলায় লিখবি আর ইংরেজিতে লিখতে হলে ইংলিশ অক্ষরে লিখবি৤ বাঙলিশ পড়তে গেলে আমার সব সময়ই একটু সমস্যা হয়৤ আজকে ম্যাসেজ পাঠিয়েছে Shashroyee offer৤ এক ঝলক দেখে আমি টাসকি খেয়ে গেছি৤ ওরা লিখেছে সাশ্রয়ী অফার আর আমি পড়ছি শাশুরী অফার৤ আমি অবিবাহীত মানুষ শাশুড়ী দিয়ে কি করব৤ যদি পারিস একটা বউ এর অফার দে৤ পরে খেয়াল করে দেখলাম ভুল আসলে তাদের না ভুল আমারই৤ এর জন্য দায়ী আমার বাংলিশ পড়ার অক্ষমতা৤

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.