পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..
আমি ভালো নেই। আজ কেন জানি মনে হচ্ছে পৃথিবীতে আমার মতো নিঃসঙ্গ নেই কোন মানুষ। খুব সামান্য একটা কারনে সকাল থেকে মনটা ভালো ছিল না। তারপর পুরো দিনটাই ভাল গেল না। শেষে শরীরটাও প্রতিবাদ করে বসল।
আজ অনেকদিন পর সন্ধায় ছাদে গিয়ে শুইয়েছিলাম। আকাশের কাটাঁ ফালি চাঁদটার দিকে তাকিয়ে অনেক কেঁদেছি কিন্তু হালকা হতে পারলাম না। মেঘের মতো কষ্ট জমে জমে বুকটা অনেক ভারী হয়ে উঠেছে ।
গত রাতে তো তোকে খুব ভেবেছি, তাই ঘুম হয়নি ঠিকমতো। তারপর অফিসেও ভাললাগল না ।
তুই নিজেও কোন সময় দিতে চাইলি না।
কেন এত হতাশার কথা বলি- তোর বরাবরের প্রশ্ন । তুই এখনো স্বপ্ন দেখিস, অনেক বড় মানুষ হতে চাস। পারবি ,অবশ্যই হবি । আমি যদি বেঁচে থাকি তোর সবচেয়ে বড় মানুষ হওয়ার সাফল্যে সব চেয়ে বেশী খুশী হব।
কিন্তু আমি স্বপ্ন দেখতে শিখিনি। আমার স্বপ্নগুলো ডানা মেলার আগেই ঝরে গেছে। আমি একজন স্বপ্নহীন মানুষ। যারা স্বপ্ন দেখতে জানে না তাদের নাকি বাঁচতে নাই! কিন্তু আমি বাঁচতে চাই,,তোকে ভালবাসি, তাই আরো ভাল বাসতে চাই । ভাল থাকিস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।