আমাদের কথা খুঁজে নিন

   

নাইকন ডি নাইনটির থিকা কি ক্যানন ৬০০ডি ভাল হবে?

মগ্নতা ছাড়া মহা বিপদে পড়সি। আমেরিকা থিকা একটা নাইকন ডি নাইনটি কিট ল্যান্সসহ আনাইছলাম গত মাসে এক বড় ভাইরে দিয়া। ক্যানন এর কয়েকটা এডভান্সড পয়েন্ট এণ্ড শুট ব্যবহার করসি এর আগে। যেমন এসএক্স ২৩০ এবং এসএক্স ৪০। ডিএসএলআর এর শখ হইছিল।

কিন্তু ডি নাইনটি ব্যবহার করতে ভাল্লাগছে না একদম। ইনডোর-এ লো লাইটে/ রাইতে ছবি তুলতে কষ্ট হই যায়। সব মেন্যু ব্যবহার যদিও এখনো শেখা হয় নাই। তারপরও এসএক্স ৪০র তুলনায় এখানকার লো লাইট পারফরমেন্স তেমন ভাল্লাগতেছে না। আমার আর একখান ফেভারিট হইলো, ক্যানন ৬০০ ডি।

আগামী মাসে বড় ভাই আবার আসতেছেন। চিন্তা করতেছি এইটা সেলবাজারে ডি৯০ বেইচা ৬০০ ডি কিনমু কিনা। আপনেরা হেল্পান। কোনটা ভাল হবে? ডি নাইনটি প্রেমিকগণ গাইল দিয়েন না। ফটোগ্রাফিতে আমি নবিশেরও নীচে।

শখের বশে যা করার করবো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।