আমাদের কথা খুঁজে নিন

   

আবুল হোসেন সেতু ওরফে পদ্মা সেতু দর্শন……… পাপ্পি,আমি আর সরল।

https://www.facebook.com/tanvir.mh সকালবেলা শমসের দাতের মাজন দিয়ে দাত মাঝতেছিলাম আর পাশের কলা গাছে এক কাঠবিড়ালির কলা চুরি করে খাওয়ার দৃশ্য দেখতেছিলাম। এই প্রথম আফসুস হল কেন কাঠবিড়ালি হলাম না!! হটাত আমার দোস্ত পাপ্পির আগমন। তার আগমন মানেই অদ্ভুত কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান। তার স্বপ্ন সুদান যাবে হানিমুনে। আজ কি উপলক্ষে আগমন বুঝতে পারতেছিনা।

ঐ তানভীর তাড়াতাড়ি দাত মাজ,নাস্তা খাওয়া লাগবেনা। তর লাইগা ২ডা লাড্ডু আনছি খাইয়া পানি খাবি তারপর সোজা আবুল হোসেন সেতু ওরফে পদ্মা সেতু ঘুরতে যামু। তুই আমি আর সরল। কস কিরে পাপ্পি?সেতু কবে হইল ইট ভাঙ্গার আওয়াজও শুনলাম না। সারপ্রাইজ দিবো কইছিলনা? ঐটাই হয়ে গেছে।

আসমান থেকে সোজা পদ্মা নদী বরাবর পইরা গেছে মনে হয় হের লাইগা ইট ভাঙ্গার শব্দ হুনস নাই। আইচ্ছা বাদ দে কেমনে যামু হেইটা কইতে থাক। সরইল্লার বাপের নিশান পেট্রোল ভটভটি দিয়া। সরলের ঐ ভটভটি নছিভছি তে উঠাতো বিপদ। ব্রেক ট্রেক নাই,একদিন ওর গাড়িতে উঠার পর আমারে কয় নামার ৫মিনিট আগে কইছ ব্রেক নাইতো থামাতে হইব।

বলতে না বলতেই সরল তার ত্রিচক্রযান নিয়ে হাজির। পাপ্পিরে কইলাম চল একটা মাইক্রো ভাড়া করি এত নামকরা একটা ব্রিজে যামু। আরে বেটা এখনতো রেগুলারই যামু পড়ে আরেকদিন গাড়িবহর নিয়া যামু । রওনা হলাম আমাদের উপমহাদেশের হট ফেবারিট আবুল সেতুর দিকে। আর মনে মনে খুব গর্ব বোধ করতেছিলাম আমিই মনে হয় পরিবারের প্রথম সন্তান যে আবুল সেতু দর্শনে যাইতেছি।

নিজেরে মুশা ইব্রাহিম মনে হইতেছিল। পাপ্পিরে বললাম দোস্ত আমারে তুই ঋণী কইরা দিলি তুই না থাকলে আবুল সেতুতে যাওয়া হতনা। সরলের চিৎকার,ঐ পাপ্পি ব্রিজে আসবার ৫মিনিট আগে কইস আমারতো গাড়ি থামাইতে হবে। পাপ্পি আশেপাশে দেখে বললো এইতো আইসা পরছি। থামানো শুরু কর মাওলার নামে।

দূর থেকে চোখে পরল সেই হা সেই আবুল সেতু। ঐ পাপ্পি মা তেরি এত বড় কেন? এইটাতে কিরে বাস বিমান ট্রেন একলগে চলবো নাকি?তাড়াতাড়ি চল আর তর সইতেছেনা। সরল চিল্লান দিয়া উঠে ঐ আমি রাস্তার নিচে গাড়িটা রাইখা আসি রাস্তায় রাখলে বাসের বাতাসে উইড়া যাইব। সরল আমি আর পাপ্পি ব্রিজের উপর উঠতেছি। মনে হচ্ছে নিল আর্মস্ট্রং চাদে পা রাখতেছে।

ব্রিজের গোড়ায় আসতেই পুলিশ ধরলো,আপনারা হাফপ্যান্ট পড়ে কই যান?হাফ প্যান্ট আর জুতা পড়ে যাওয়া যাইবনা সেতুতে। কেন এইটা কি মসজিদ না মন্দির? তার থাইকা বেশি,ভদ্র ভাবে আসেন পরে ডুকতে দিবো। পাপ্পি খেইপা গেলো ঐ মিয়া আমার মোবাইল থেকে টাকা গেছে এই সেতুতে। হিসাব কইরা দেখছি এই সেতুর ০.০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০১% শতাংশের মালিক আমি। মালিকরে ডুকতে দিবেননা আপনারা? মশকারা বাদ দিয়া যান ভাগেন।

সরলের মুখ বেকা হয়ে গেলো বললো দোস্ত ২ লিটার ডিজেল গেছে আমার তাও যদি ব্রিজটা দেখে যেতে না পারি। চিন্তা করিস না তর ডিজেলের কসম এই সেতুতে আমরা পা রাখমুই। পাশের গ্রামে যাই চল তানভীর। কেন ঐখানে কি সেতুর আরেকটা শাখা আছে নাকি? না চল লুঙ্গি ভাড়া কইরা নিয়ে আসি। ভালো বুদ্ধি।

সরলের মুখেও হাসি। পুরো গ্রাম খুজেও লুঙ্গি পড়া লোক পাওয়া যাচ্ছেনা। কি বিপদ। এই গ্রামের সব বড়লোক হয়ে গেলো নাকিরে? একজনরে পেলাম । ভাই লুঙ্গিটা দিবেন? ঐ মিয়া কি কন সরমের কথা।

বুঝিয়ে বলার পর রাজি হল আমাদের হাফ প্যান্ট পড়ে থাকবে সে,বিনিময়ে ৩০ টাকা প্রতি ঘণ্টা। তাল গাছের চিপায় গিয়ে লুঙ্গি চেঞ্জ করে হাফপ্যান্ট পড়লো। কিন্তু লুঙ্গি একটা মানুষ আমরা ৩ জন। এক এক করে যাবো তাই প্ল্যান। আমি প্রথম।

সেতুর কাছে যেতেই দেখি পুলিশ আরেকটা। বলে কি সমস্যা? না সমস্যা না সেতুতে যাবো আপনাদের রুলস অনুযায়ী ড্রেস পড়ে আসছি। ভালো করছেন রুলস অনুযায়ী এখন এন্ট্রি ফি ৫০০। আমি মানুষ বড় ট্রাক না ভাই। এইটা ভৈরব সেতু না এইটা আবুল সেতু।

এই সেতুর প্রতিটা ইট টাকা টাকা করে। না দিতে পারলে যাও ভাগো। আচ্ছা মন খারাপ হল সরলের জন্য তার ডিজেলের কসম রাখতে পারলাম না মনে হয়....... পাপ্পিকে গিয়ে পাঠাই মালিকানা দাবি করে কিছু করতে পারে কিনা... তানভীর মাহমুদুল হাসান ৪/৮/২০১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.